বিনোদন ডেস্ক : বলিউড নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘গোলিও কি রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’ এবং ‘পদ্মাবত’ ছবির নায়িকা ছিলেন দীপিকা পাড়ুকোন। এই নির্মাতার পরবর্তী সিনেমায়ও দীপিকার অভিনয়ের কথা, কিন্তু শোনা যাচ্ছে সিনেমাটি থেকে নাকি দীপিকাকে বাদ দেওয়া হয়েছে।
সঞ্জয়লীলা বানসালির নতুন সিনেমা ‘বাইজু বাওরা’তে আগের তিনটির মতো দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের অভিনয় করার কথা ছিল। তবে শেষ পর্যায়ে এসে সিনেমাটি থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে বলে গুঞ্জন ছড়িয়েছে বি-টাউনে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পারিশ্রমিক নিয়েই নাকি জটিলতা সৃষ্টি হয়েছে পরিচালক-নায়িকার মধ্যে। নায়ক রণবীর সিংয়ের সমান পারিশ্রমিক দাবি করেছিলেন দীপিকা। আর এতেই দূরত্ব তৈরি হয়েছে বানসালি-দীপিকার। শেষ পর্যন্ত দীপিকা সিদ্ধান্ত থেকে সরে না আসায় তাকে বাদ দেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/০৮ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: