ঢাকা , শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মেসিহীন ম্যাচে বড় জয় পেল বার্সা

  • পোস্ট হয়েছে : ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • 71

বিজনেস আওয়ার প্রতিবেদক : মেসিহীন ম্যাচে কাতালানরা জোয়ান গ্যাম্পার ট্রফি তথা প্রীতি ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে রোনালদো-রামসিদের বার্সা।

স্পেনের জন ক্রুইফ স্টেডিয়ামে প্রথমার্ধে একটি গোল করে বার্সা। দ্বিতীয়ার্ধে করে আরও দুটি গোল। গোল পেয়েছেন মেম্ফিস দিপে, মার্টিন ব্রেথওয়েট ও রিকুই পুইগ। ম্যাচের ৩ মিনিটে মেম্ফিসের গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেথওয়েট। আর অতিরিক্ত সময়ের ২ মিনিটি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন পুইগ।

এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ২৬ হাজার দর্শক। তারা যখন টিকিট কিনেছিল তখন প্রত্যাশা করেছিল এই ম্যাচে লড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কিন্তু তার আগেই বার্সার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে।

এই ম্যাচে রোনালদো বল পেলেই দর্শকরা মেসি মেসি বলে চিৎকার করছিলেন। রোনালদো অবশ্য দুইবার গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু নাগাল পাননি জালের।

অবশ্য ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি ম্যানসিটি থেকে বার্সায় যোগ দেওয়া সার্জিও আগুয়েরো। ছিলেন না এরিক গার্সিয়া ও পেদ্রিও। তারা স্পেনের হয়ে অলিম্পিকে খেলতে গিয়েছিলেন।

সে কারণে কোচ রোনাল্ড কোম্যান মেম্ফিস, ব্রেথওয়েট ও আঁতোয়ান গ্রিজমানকে আক্রমণভাগে রেখে ৪-৩-৩ ফরম্যাটে দল সাজান। যারা মেসির অভাব ঘুচিয়ে জুভেন্টাসের মতো দলের বিপক্ষে দারুণ এক জয় উপহার দিয়েছে।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসিহীন ম্যাচে বড় জয় পেল বার্সা

পোস্ট হয়েছে : ০৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : মেসিহীন ম্যাচে কাতালানরা জোয়ান গ্যাম্পার ট্রফি তথা প্রীতি ম্যাচে জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছে রোনালদো-রামসিদের বার্সা।

স্পেনের জন ক্রুইফ স্টেডিয়ামে প্রথমার্ধে একটি গোল করে বার্সা। দ্বিতীয়ার্ধে করে আরও দুটি গোল। গোল পেয়েছেন মেম্ফিস দিপে, মার্টিন ব্রেথওয়েট ও রিকুই পুইগ। ম্যাচের ৩ মিনিটে মেম্ফিসের গোলে এগিয়ে যায় বার্সা। বিরতির পর ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেথওয়েট। আর অতিরিক্ত সময়ের ২ মিনিটি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন পুইগ।

এই ম্যাচ দেখতে মাঠে উপস্থিত হয়েছিলেন ২৬ হাজার দর্শক। তারা যখন টিকিট কিনেছিল তখন প্রত্যাশা করেছিল এই ম্যাচে লড়বেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। কিন্তু তার আগেই বার্সার সঙ্গে মেসির ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে গেছে।

এই ম্যাচে রোনালদো বল পেলেই দর্শকরা মেসি মেসি বলে চিৎকার করছিলেন। রোনালদো অবশ্য দুইবার গোলের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু নাগাল পাননি জালের।

অবশ্য ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারেননি ম্যানসিটি থেকে বার্সায় যোগ দেওয়া সার্জিও আগুয়েরো। ছিলেন না এরিক গার্সিয়া ও পেদ্রিও। তারা স্পেনের হয়ে অলিম্পিকে খেলতে গিয়েছিলেন।

সে কারণে কোচ রোনাল্ড কোম্যান মেম্ফিস, ব্রেথওয়েট ও আঁতোয়ান গ্রিজমানকে আক্রমণভাগে রেখে ৪-৩-৩ ফরম্যাটে দল সাজান। যারা মেসির অভাব ঘুচিয়ে জুভেন্টাসের মতো দলের বিপক্ষে দারুণ এক জয় উপহার দিয়েছে।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: