বিজনেস আওয়ার প্রতিবেদক : অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলে রাতে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা রয়েছে সাকিব আল হাসানের। যাচ্ছেন পরিবারের কাছে। কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়বেন বলে নিশ্চিত করেছে তার একটি ঘনিষ্ট সূত্র।
দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে সাকিব। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। সেখানে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার পর দেশে আসেন দলের সঙ্গে।
এর অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের আতিথেয়তা দেওয়ার পর ছুটি মিলেছে ২৪ আগস্ট পর্যন্ত। সেই সুযোগটি কাজে লাগিয়েছেন। ঢাকা বসে না থেকে সাকিব ছুটবেন যুক্তরাষ্ট্রের পথে। যুক্তরাষ্ট্রের উইসকনসিনে স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করেন সাকিব। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তান নিয়ে সাকিবের সুখী পরিবার।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: