বিজনেস আওয়ার প্রতিবেদক : বুধবার (১১ আগস্ট) থেকে দেশের সব ধরনের শিল্প-কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে রফতানিমুখী সকল শিল্প কারখানা চালু রয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, বর্তমানে রফতানীমুখী কারখানা খোলা রয়েছে। আগামী ১১ আগস্ট থেকে সবধরনের কারখানা চালু থাকবে। এটা দেশের অর্থনীতির জন্য খুবই দরকার ছিল।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার (৮ আগস্ট) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান কঠোর বিধিনিষেধ বুধবার থেকে শিথিল হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী বিধিনিষেধ শিথিল হবে ১১ আগস্ট বুধবার থেকে। এদিন থেকে সব সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে।
বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: