ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান

  • পোস্ট হয়েছে : ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
  • 50

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার (০৯ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এখানে মোট ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এর মূল্য প্রায় ১২শ কোটি টাকা। আগামী ১২-১৩ বছর এই গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা যাবে। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।

নসরুল হামিদ বিপু বলেন, আমি বাপেক্সকে ধন্যবাদ জানাই, তারা দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে পেরেছে। এরসঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই। সিনিয়র সচিবের নেতৃত্বে জ্বালানি বিভাগের যে টিম এই কাজ করেছে তাদেরও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, নতুন করে আবাসন এলাকায় গ্যাস সরবরাহ করার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না। শিল্প এলাকাগুলোতে গ্যাসের নতুন সংযোগ দেয়া হবে। প্রতিনিয়ত দেশে জ্বালানি চাহিদা বাড়ছে। আমাদের যে পরিমাণের যোগান আছে সেটি দিয়ে আমাদের চাহিদা মেটানো সম্ভব হবে।

দেশের জিডিপি গ্রোথ হার বৃদ্ধি ও উন্নয়নের পেছনে জ্বালানি বড় ভূমিকা পালন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সরবরাহ করা হচ্ছে। তেলের ব্যবহার দ্বিগুণেরও বেশি বেড়েছে। এখন পর্যন্ত এলপিজির মাধ্যমে ৭৫ শতাংশ আবাসিক জ্বালানি আমরা পূরণ করতে পারছি।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান

পোস্ট হয়েছে : ০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে নতুন গ্যাস ফিল্ডের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। সোমবার (০৯ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এ গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এখানে মোট ৬৮ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। এর মূল্য প্রায় ১২শ কোটি টাকা। আগামী ১২-১৩ বছর এই গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা যাবে। যার মূল্য প্রায় এক হাজার ২৭৬ কোটি টাকা।

নসরুল হামিদ বিপু বলেন, আমি বাপেক্সকে ধন্যবাদ জানাই, তারা দেশের ২৮তম গ্যাসক্ষেত্র আবিষ্কার করতে পেরেছে। এরসঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীদের আমি ধন্যবাদ জানাই। সিনিয়র সচিবের নেতৃত্বে জ্বালানি বিভাগের যে টিম এই কাজ করেছে তাদেরও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, নতুন করে আবাসন এলাকায় গ্যাস সরবরাহ করার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি না। শিল্প এলাকাগুলোতে গ্যাসের নতুন সংযোগ দেয়া হবে। প্রতিনিয়ত দেশে জ্বালানি চাহিদা বাড়ছে। আমাদের যে পরিমাণের যোগান আছে সেটি দিয়ে আমাদের চাহিদা মেটানো সম্ভব হবে।

দেশের জিডিপি গ্রোথ হার বৃদ্ধি ও উন্নয়নের পেছনে জ্বালানি বড় ভূমিকা পালন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি গ্যাস সরবরাহ করা হচ্ছে। তেলের ব্যবহার দ্বিগুণেরও বেশি বেড়েছে। এখন পর্যন্ত এলপিজির মাধ্যমে ৭৫ শতাংশ আবাসিক জ্বালানি আমরা পূরণ করতে পারছি।

বিজনেস আওয়ার/০৯ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: