বিজনেস আওয়ার প্রতিবেদক : আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে নিউ জিল্যান্ড দল। তবে এই সফরে ব্লাক ক্যাপসদের দলে থাকছে না বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়। অর্থাৎ বাংলাদেশে দ্বিতীয় সারির খেলোয়াড় পাঠাচ্ছে দেশটি।
নিউ জিল্যান্ড সোমবার (৯ আগস্ট) রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। এতে বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়কে রাখা হয়নি।
নিউ জিল্যান্ডের ১৬ সদস্যের দলে রয়েছে- টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগজেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার, উইল ইয়াং।
বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২১/কমা