বিজনেস আওয়ার প্রতিবেদক : পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে সেতু কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সিরাজুল কবির বলেন, সোমবার রাতে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুর কাদের বাদী হয়ে মুন্সীগঞ্জের লৌহজং থানায় অভিযোগটি দায়ের করেন। অভিযোগের বিষয়ে নৌ পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি সম্পর্কে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সংশ্লিষ্টদের বুঝিয়ে দেয়া হচ্ছে।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধারীপুরের বাংলাবাজার থেকে ছেড়ে আসা বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা খায়-। এ সময় ফেরিতে থাকা একটি ট্রাক দুটি প্রাইভেটকারের ওপর পড়লে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে ফাটল ধরে পানি প্রবেশ করলে ফেরিটি শিমুলিয়া ২ নম্বর ফেরিঘাটে নোঙর করে। দুর্ঘটনায় ফেরিতে থাকা এক নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২১/কমা