স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে জাদুকরী বোলিং করেছেন টাইগারদের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। সেই পরিক্রমায় নাম লেখালেন দারুণ একটি রেকর্ডেও। যেখানে তার আগে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে নাম লেখাতে পারেননি আর কোন বোলার।
চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ হেরে গেলেও ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজ। আগের দিন তথা তৃতীয় টি-টোয়েন্টিতেও উইকেট না পেলেও ৪ ওভারে ঠিক ৯ রানই দিয়ে বড় ভূমিকা রাখেন তিনি বাংলাদেশের জয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ৪ ওভার বোলিং করে টানা দুই ম্যাচে দশের কম রান দেওয়া আইসিসির টেস্ট খেলুড়ে দেশের মধ্যে প্রথম বোলার মুস্তাফিজ। তবে সবমিলিয়ে এমন ঘটনা ঘটল দ্বিতীয়বার।
তার আগে এই কৃতিত্ব দেখাতে পেরেছিলেন কেবল হংকংয়ের আইজাজ খান। এই পেস বোলিং অলরাউন্ডার টানা দুই ম্যাচে এমন কৃপণ বোলিং করেছিলেন নেপালের বিপক্ষে। একটিতে দিয়েছিলেন ৪ ওভারে ৪ রান, আরেকটিতে ৪ ওভারে ৭।
বিজনেস আওয়ার/১০ আগস্ট, ২০২১/এ