ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পিএসজিতে নতুন অধ্যায়ে আমি রোমাঞ্চিত : মেসি

  • পোস্ট হয়েছে : ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
  • 38

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে যোগ দিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে মেসি বলেছেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে।’

স্থানীয় সময় রাত ১০টার পরে (বাংলাদেশ সময় রাত ২টা) আনুষ্ঠানিক পিএসজির সাথে চুক্তি শেষে নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় এক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। চুক্তি সাক্ষরের সময় দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন মেসি।

মেসি আরও বলেছেন, ‘ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি প্রিন্সের (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।’

একই বিবৃতিতে মেসিকে আগমনী বার্তাও দিয়েছেন পিএসজির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি। মেসি তার নিজের নতুন গন্তব্য হিসেবে পিএসজিকে বেছে নেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলাইফি। মেসির অবদানে পিএসজি আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী ক্লাবটির চেয়ারম্যান।

খেলাইফি বলেছেন, ‘লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি উচ্ছ্বসিত। আমরা তাকে ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই।’

উল্লেখ্য, মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় বিকেলে স্বপরিবারে ল্য বরজে বিমানবন্দরে পৌঁছান মেসি। এরপর পিএসজির মেডিকেল সেন্টার হয় তার শারীরিক পরীক্ষা। যেখান থেকে সবুজ সংকেত পাওয়ার সবশেষে চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টাইন সুপারস্টার।

আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ক্লাবের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পিএসজি। সেখানেই বার্সেলোনা থেকে আসা লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।

বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পিএসজিতে নতুন অধ্যায়ে আমি রোমাঞ্চিত : মেসি

পোস্ট হয়েছে : ০৯:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে যোগ দিয়ে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে মেসি বলেছেন, ‘প্যারিস সেইন্ট জার্মেইয়ে আমার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে আমি রোমাঞ্চিত। এই ক্লাবের সবকিছুই আমার উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে মেলে।’

স্থানীয় সময় রাত ১০টার পরে (বাংলাদেশ সময় রাত ২টা) আনুষ্ঠানিক পিএসজির সাথে চুক্তি শেষে নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় এক বিবৃতির মাধ্যমে মেসিকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে পিএসজি। চুক্তি সাক্ষরের সময় দলের চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে ফ্রেমবন্দী হয়েছেন মেসি।

মেসি আরও বলেছেন, ‘ক্লাবটির স্কোয়াড ও কোচিং স্টাফ কতটা শক্তিশালী, আমি জানি। এই ক্লাব ও এর সমর্থকদের জন্য বিশেষ কিছু করতে আমি দৃঢ়প্রতিজ্ঞ। পার্ক দি প্রিন্সের (পিএসজির স্টেডিয়াম) মাঠে নামতে আমি মুখিয়ে রয়েছি।’

একই বিবৃতিতে মেসিকে আগমনী বার্তাও দিয়েছেন পিএসজির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি। মেসি তার নিজের নতুন গন্তব্য হিসেবে পিএসজিকে বেছে নেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন খেলাইফি। মেসির অবদানে পিএসজি আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদী ক্লাবটির চেয়ারম্যান।

খেলাইফি বলেছেন, ‘লিওনেল মেসি পিএসজিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি উচ্ছ্বসিত। আমরা তাকে ও তার পরিবারকে প্যারিসে আমন্ত্রণ জানাতে পেরে গর্বিত। শীর্ষ পর্যায়ের ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করার এবং আরও ট্রফি জয়ের ইচ্ছার কথা সে বলেছে এবং আমাদের চাওয়াও ঠিক তাই।’

উল্লেখ্য, মঙ্গলবার প্যারিসের স্থানীয় সময় বিকেলে স্বপরিবারে ল্য বরজে বিমানবন্দরে পৌঁছান মেসি। এরপর পিএসজির মেডিকেল সেন্টার হয় তার শারীরিক পরীক্ষা। যেখান থেকে সবুজ সংকেত পাওয়ার সবশেষে চুক্তিতে স্বাক্ষর করেন আর্জেন্টাইন সুপারস্টার।

আজ (বুধবার) বাংলাদেশ সময় বিকেল ৩টায় ক্লাবের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পিএসজি। সেখানেই বার্সেলোনা থেকে আসা লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ক্লাবটি।

বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: