বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ ও উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ৫১৭ কেটি টাকার বেশি নগদ লভ্যাংশ দেওয়া হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ি, ওয়ালটন থেকে সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ হারে শেয়ারপ্রতি ২৫ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। তবে উদ্যোক্তা/পরিচালকদের জন্য ১৭০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১৭ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এতে করে সাধারন শেয়ারহোল্ডারদের ৭ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। আর উদ্যোক্তা/পরিচালকেরা নেবেন ৫১০ কোটি টাকার নগদ লভ্যাংশ।
এ হিসেবে ওয়ালটন থেকে ২০২০-২১ অর্থবছরের ব্যবসায় মোট ৫১৭ কোটি ৩২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৩০ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৪৩০ টাকা বা ০.৯৭ শতাংশ।
কোম্পানিটির মঙ্গলবার (১০ আগষ্ট) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ১৪৭৪ টাকায়।
বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২১/আরএ