ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

স্বজনপোষন নিয়ে যা বললেন আমিন খান

  • পোস্ট হয়েছে : ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • 92

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউড ও টালিউডে স্বজনপোষন বিষয়টি বেশ জোরালো হয়ে দাড়িয়েছে। এবার স্বজনপোষন নিয়ে কথা বললেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা আমিন খান। বর্তমানে এই অভিনেতা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করছেন। তাই অভিনয়ে আগের মতো ব্যস্ত নন তিনি।

স্বজনপোষন প্রসঙ্গে আমিন খান বলেন, ১৯৯৫ সালে ‘প্রিয়জন’ ছবির শুটিং করতে ব্যাংককে গেলাম। আমি ছাড়াও ছিলেন রিয়াজ ও শিল্পী। ১২ দিনের শুটিংও করলাম। গান, দৃশ্য, অনেক কিছুই করা হয়েছে। ঢাকায় ঢাকায় ফিরে আসার পর আমার সঙ্গে ছবিসংশ্লিষ্ট কারও যোগাযোগ নেই।

পরে জানতে পারি, সালমান শাহকে নিয়ে ‘প্রিয়জন’ ছবির মহরত হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ভীষণ হতাশায় পড়ে যাই। রাগে-দুঃখে–কষ্টে এফডিসিতে যাওয়া বন্ধ করে দেই।

সেই হতাশা কিভাবে কাটিয়ে উঠলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মনে করি হতাশ হওয়া মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। আমার আত্মবিশ্বাস জন্মে যে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। আর সেখান থেকেই আমি ঘুরে দাড়ানোর চেষ্টা করেছি। আমি সফলও হয়েছি।

এদিকে করোনা কালে এই অভিনেতা এখন ঘরেই থাকছেন। ঘরবন্দি সময় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২০ সালটি হবে নিজেকে সুস্থ ও স্বস্তিতে রাখার বছর। এখন নিজেকে সুস্থ রাখতে হলে ঘরেই থাকা বেশ নিরাপদ।

বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্বজনপোষন নিয়ে যা বললেন আমিন খান

পোস্ট হয়েছে : ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউড ও টালিউডে স্বজনপোষন বিষয়টি বেশ জোরালো হয়ে দাড়িয়েছে। এবার স্বজনপোষন নিয়ে কথা বললেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেতা আমিন খান। বর্তমানে এই অভিনেতা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করছেন। তাই অভিনয়ে আগের মতো ব্যস্ত নন তিনি।

স্বজনপোষন প্রসঙ্গে আমিন খান বলেন, ১৯৯৫ সালে ‘প্রিয়জন’ ছবির শুটিং করতে ব্যাংককে গেলাম। আমি ছাড়াও ছিলেন রিয়াজ ও শিল্পী। ১২ দিনের শুটিংও করলাম। গান, দৃশ্য, অনেক কিছুই করা হয়েছে। ঢাকায় ঢাকায় ফিরে আসার পর আমার সঙ্গে ছবিসংশ্লিষ্ট কারও যোগাযোগ নেই।

পরে জানতে পারি, সালমান শাহকে নিয়ে ‘প্রিয়জন’ ছবির মহরত হবে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ভীষণ হতাশায় পড়ে যাই। রাগে-দুঃখে–কষ্টে এফডিসিতে যাওয়া বন্ধ করে দেই।

সেই হতাশা কিভাবে কাটিয়ে উঠলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মনে করি হতাশ হওয়া মানে নিজেকে শেষ করে দেওয়া নয়। আমার আত্মবিশ্বাস জন্মে যে আমি নিজেকে প্রমাণ করতে পারবো। আর সেখান থেকেই আমি ঘুরে দাড়ানোর চেষ্টা করেছি। আমি সফলও হয়েছি।

এদিকে করোনা কালে এই অভিনেতা এখন ঘরেই থাকছেন। ঘরবন্দি সময় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ২০২০ সালটি হবে নিজেকে সুস্থ ও স্বস্তিতে রাখার বছর। এখন নিজেকে সুস্থ রাখতে হলে ঘরেই থাকা বেশ নিরাপদ।

বিজনেস আওয়ার/২৯ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: