স্পোর্টস ডেস্ক : সব গুঞ্জনের অবসান ঘটিয়ে লিওনেল মেসি চলে গেছেন ফরাসি ক্লাব পিএসজিতে। তার জন্যে বিশেষ আয়োজনের যেন শেষ নেই প্যারিসে। লিওনেল মেসি বিশেষ একটা আয়োজন পেলেন খোদ ফরাসি লিগের কাছ থেকেও। তার চাওয়ায় এবার বদলে গেছে ফ্রেঞ্চ লিগওয়ানের এক নিয়মও!
নেইমার নাকি সেখানে তার দশ নম্বর জার্সিটাও দিয়ে দিতে চেয়েছিলেন বন্ধু মেসিকে। কিন্তু সে প্রস্তাবে সায় দেননি লিও। আরেকটা গুঞ্জন ছিল ১৯ নম্বর জার্সি পরার। তবে তিনি পিএসজির কাছে চেয়েছেন ত্রিশ নম্বর জার্সিটা, যে নম্বরটা পরে তিনি প্রথমবারের মতো নেমেছিলেন বার্সেলোনার হয়ে।
তবে মেসির সে চাওয়ায় একটা সমস্যা তৈরি হয়েছিল। কারণ লিগের নিয়মে বলা আছে ১, ১৬ আর ৩০ নম্বরটা রাখতে হবে গোলরক্ষকের জন্য। কিন্তু মেসি তো আর গোলরক্ষক নন! তাহলে? বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের করে নিতে সে নিয়মটাই বদলে দিল ফরাসি লিগ কর্তৃপক্ষ।
ফ্রেঞ্চ লিগওয়ান কতৃপক্ষ বলে দিয়েছে, মেসির ৩০ নম্বর জার্সিতে আর কোনো সমস্যা নেই লিগের। বিষয়টা প্রযোজ্য লিগের অন্য দলের ক্ষেত্রেও, ফলে এখন লিগ ওয়ানের গোলরক্ষকদের জার্সি থাকবে কেবল ১ আর ১৬ নম্বর।
বিজনেস আওয়ার/১১ আগস্ট, ২০২১/এ