ঢাকা , সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪৩ লাখ ৩৭ হাজার

  • পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • 29

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৩ লাখ ৩৭ হাজার মৃত্যু ছাড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা ছাড়িয়েছে ২০ কোটি ৫৫ লাখ আর সুস্থ হয়েছে ১৮৮ কোটি ৪৫ লাখের বেশি মানুষ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৮৫৩। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮০ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৩৫৭ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৯১৬। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৩৫ হাজার ৬৩৬ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৫ হাজার ৮৮০ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৯৭৪। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ২৯ হাজার ৭০২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬০৯ জন।

সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৪৯ হাজার ১৭৬। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৬৬ হাজার ১৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৮৩২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরু, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিপাইনের মতো দেশগুলো।

এই তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ৩৯৮ জন। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ শতাংশ।

বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪৩ লাখ ৩৭ হাজার

পোস্ট হয়েছে : ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৪৩ লাখ ৩৭ হাজার মৃত্যু ছাড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ততা ছাড়িয়েছে ২০ কোটি ৫৫ লাখ আর সুস্থ হয়েছে ১৮৮ কোটি ৪৫ লাখের বেশি মানুষ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর ১টায় পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৫৫ লাখ ৪২ হাজার ৮৫৩। এর মধ্যে মারা গেছে ৪৩ লাখ ৩৭ হাজার ৫৮০ জন। তবে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ৩৫৭ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭০ লাখ ৫৫ হাজার ৯১৬। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৩৫ হাজার ৬৩৬ জন। তবে ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৫ হাজার ৮৮০ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৯৭৪। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ২৯ হাজার ৭০২ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ১২ লাখ ৫২ হাজার ৬০৯ জন।

সংক্রমণে তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ২ লাখ ৪৯ হাজার ১৭৬। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৬৬ হাজার ১৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ৯০ লাখ ৯২ হাজার ৮৩২ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এর পরেই রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইতালি, ইরান, জার্মানি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইউক্রেন, পেরু, নেদারল্যান্ডস, ইরাক, ফিলিপাইনের মতো দেশগুলো।

এই তালিকায় ২৬ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ৩৯৮ জন। এছাড়া দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯০ শতাংশ।

বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: