স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি পিএসজিতে যোগ দেয়ায় দলে গুরুত্ব কমে যাবে, এমন ভাবনা থেকেই এমবাপে দল ছাড়তে চান বলে খবর বের হয়। পিএসজির সঙ্গে যদিও তার চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষ হলেই। তবে এই তারকা চলতি মৌসুমেই দল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছড়ায়।
তাতে অবশ্য কান দেন নি পিএসজির মালিক নাসির আল খেলাইফি। গতকাল বুধবার সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। সেখানেই খেলাইফির কাছে প্রশ্ন আসে এমবাপে দলে থাকছেন কি না?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমবাপে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের একজন খেলোয়াড়। সে তেমন একটি দলই চেয়েছিল। এখন আমাদের চেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল আর কেউ নেই। এখানে থাকা ছাড়া আর কোনো কিছু করার কারণ নেই তার।
খেলাইফি বলেন, এমবাপে ও তার পরিবারের সঙ্গে আমাদের যে কথা হচ্ছে, সেটা গোপনীয় ব্যাপার। মেসি আসায় সে অনেক খুশি। কোনো ঝামেলাই নেই। এখানে থাকার জন্য সবকিছুই আছে ওর। সেটাই বলেছি, ওর ক্লাব ছাড়ার পেছনে আর কোনো অজুহাত থাকতে পারে না।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২১/এ