বিজনেস আওয়ার প্রতিবেদক : ভারত থেকে কাঁচামরিচ আমদানি হচ্ছে এ খবরে গতকাল বুধবার ২০০ টাকার কাঁচামরিচ বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকা কেজিতে। সেই কাঁচামরিচ বৃহস্পতিবার (১২ আগস্ট) আবারও বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। সেই সাথে ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও।
ব্যবসায়ীরা বলছেন, গতকাল বুধবার মরিচ কিনেছি ৫০০ টাকা পাল্লা। আজ মরিচের পাল্লা এক হাজার টাকা, তাই কম করে কিনেছি। বুধবার ছাড়া এ সপ্তাহে প্রতিদিন মরিচ বিক্রি করেছি ১৮০-২০০ টাকা কেজিতে। খুচরা বিক্রি করেছি ২২০-২৪০ টাকা কেজিতে।
আর ক্রেতারা বলছেন, সবজি দাম তুলনামূলক কম থাকলেও হঠাৎ কাঁচামরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ফলে মরিচ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারের ব্যবসায়ী এনামুল হক বলেন, ভারত থেকে মরিচ আসছে এ খবরে বুধবার মরিচের দাম কমেছিল। কিন্তু আজ আবার বেড়েছে। আজ কারওয়ান বাজার থেকে এক হাজার টাকা পাল্লা (৫কেজি) কিনতে হয়েছে। এখন আমি খুচরা বিক্রি করছি ২২০-২৩০ টাকা কেজিতে।
কাঁচামরিচের দাম বাড়ার ব্যাপারে তিনি বলেন, বন্যা ও বৃষ্টির কারণে কাঁচামরিচের খেত নষ্ট হয়ে যাচ্ছে। তাই চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কম। এ কারণে মরিচের দাম বেড়েছে।
কারওয়ান বাজারের আরেক ব্যবসায়ী বলেন, কাঁচামরিচের মৌসুম শেষ। প্রতিবছর বর্ষার সময় মরিচের দাম বাড়ে। তবে এবার সরকারের অনুমতি নিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি করা হচ্ছে। আমদানি করা মরিচ আসতে শুরু করলেই দাম কিছুটা কমবে।
কাঁচামরিচের সংকট মেটাতে ও দামের লাগাম টেনে ধরতে চলতি সপ্তাহে ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুসারে, মঙ্গলবার (১০ আগস্ট) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে মোট ১২টি ট্রাকে কাঁচামরিচ আনা হচ্ছে।
এদিকে কাঁচামরিচের পাশাপাশি হঠাৎ পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। তবে আদা ও রসুনের দাম স্থিতিশীল রয়েছে।
রাজধানীর রামপুরার এক ব্যবসায়ী বলেন, কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি করছি ৫০ টাকা দরে। গত সপ্তাহে এ পেঁয়াজ বিক্রি করেছি ৪৫ টাকা কেজিতে। ঈদের পর পেঁয়াজের দাম কেজিতে ১০-১৫ টাকা বেড়েছে।
এ ব্যবসায়ী বলেন, ঈদের পরের সপ্তাহে পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ৩৫ টাকা। সেখান থেকে ৪০ টাকা, এরপর ৪৫ টাকা করে গত সপ্তাহেও বিক্রি করেছি। কিন্তু এখন বিক্রি করছি ৫০ টাকা কেজিতে। বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রিও করছি।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২১/এ