বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা) : চুয়াডাঙ্গার জীবননগরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি (ডিএবিএস) এর উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট ) বিকাল ২টায় উপজেলার বিভিন্ন গ্রামে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ কর্মসূচিতে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা অফিস ইনচার্জ হোসাইন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অফ আইটি কাজল হোসেন। এছাড়া মফিজুল ইসলাম, রমজান আলী, ওমর ফারুক, আবু সাইদ, বিল্লাল হোসেন, অনিম আহমেদসহ দোস্ত এইডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জীবননগর উপজেলার সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, করোনা মাহমারিতে দুস্থ মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণের উদ্যোগ নেয়ায় দোস্ত এইডকে ধন্যবাদ জানায়। এ সমাজের সচ্ছল ব্যক্তিরা এভাবে এগিয়ে আসলে দুস্থরা উপকৃত হবে। আশা করি দোস্ত এইডের এই কর্মসূচি অব্যাহত থাকবে।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি চুয়াডাঙ্গা ব্রঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ বলেন, সারাদেশে গরীব ও অসহায় মানুষের কল্যাণে কাজ করার জন্য দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীকে ধন্যবাদ। সঙ্গে জীবননগরের কৃতি সন্তান, সময় টিভির স্টাফ রিপোর্টার, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাব্বির সামি মুহিতকেও ধন্যবাদ জানায় চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলায় দোস্ত এইডের এ সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য। এই ধারাবাহিকতা পরবর্তীতেও অব্যাহত থাকবে সেই প্রত্যাশা সকলের।
উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বর্তমানে দেশের ২৬ টি জেলায় ২২টি প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে।
গত ৬ মাসে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ অঞ্চলে ১হাজার টিউবওয়েল বিতরণ ও স্থাপন, চাল ডালসহ ১৫ আইটেম দিয়ে ২০ কেজি করে ৮ শ বস্তা খাবার বিতরণ, ৫০টি ওজুখানা নির্মাণ, রমজানে ৩০ হাজার প্যাকেট ইফতার বিতরণ, নতুন পোষাক বিতরণ, নগদ অর্থ বিতরণ, রান্না করা খাবার বিতরণ, ২টাকার ঈদ বাজার, ছাগল বিতরণ, হুইল চেয়ার বিতরণ, গরিব শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, কোরবানিসহ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
বিজনেস আওয়ার/১২ আগস্ট, ২০২১/এ