স্পোর্টস ডেস্ক : জেমস অ্যান্ডারসনের ইতিহাস গড়া বোলিংয়ে দ্বিতীয় গুটিয়ে গেল ভারত। এরপরও অবশ্য লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে পরিষ্কার স্বস্তিতে নেই ইংল্যান্ড । ব্যাট করতে নেমে দ্রুত তিন উইকেট হারানোয় চাপ যে চলে এসেছে তাদের ওপরও!
ভারতের বিপর্যয়ের শুরুটা হয় দিনের দ্বিতীয় বলে উইকেট হারিয়ে। অবশ্য সে যাত্রাতে অ্যান্ডারসন নন, আগের দিনের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে বিদায় করেন অলিভার রবিনসন। এর কিছু পরেই অজিঙ্কা রাহানেও শিকার বনে গেলেন অ্যান্ডারসনের ।
এরপর ঋষভ পান্ত আর রবীন্দ্র জাদেজার কল্যাণে সংগ্রহটা কিছুটা বড় হয়েছে ভারতের। দু’জনের এই প্রতিরোধ ভাঙেন মার্ক উড। ইশান্ত শর্মা আর যশপ্রীত বুমরাহ বিদায় নেন অ্যান্ডারসনের শিকার হয়ে, যে দুই উইকেট ইংলিশ এই পেসারকে তুলে দেয় ইতিহাসের পাতায়।
এর আগেই অবশ্য মোহাম্মদ শামি ফিরে গেছেন মইন আলির শিকার হয়ে। নিঃসঙ্গ লড়ে যাওয়া জাদেজা ফেরেন ৩৬৪ রানে শেষ ব্যাটসম্যান হিসেবে। দ্বিতীয় দিনে ৮৬ রানে নিজেদের শেষ সাত উইকেট হারিয়েছে সফরকারীরা। তাতে দলটির বড় স্কোরের আশা শেষ হয় মাঝারি মাপের সংগ্রহে ভারতের।
জবাব দিতে নেমে ইংলিশরা নিজেদের প্রথম ১৪ ওভারে তেমন সমস্যায় না পড়লেও বিপদের শুরু হয় এরপরই। ১৫তম ওভারে মোহাম্মদ সিরাজ যখন দুই বলে শিকার করে নেন ওপেনার ডম সিবলি ও হাসিব হামিদকে। সিরাজের দারুণ এক বলে মিড উইকেটে ক্যাচ দেন সিবলি।
আর চার বছর পর দলে ফিরে প্রথম বলেই ডাকের বিস্বাদ নেন হাসিব। এরপর রোরি বার্নস আর রুট মিলে ৮৫ রানের জুটি গড়ে বিপদ থেকে প্রাথমিকভাবে রক্ষা করেন ইংলিশদের। তবে এরপর মোহাম্মদ শামির বলে ৪৯ রানে বার্নস বিদায় নেন। তবে ভরসা হিসেবে আজ রুট আছেন।
বিজনেস আওয়ার/১৪ আগস্ট, ২০২১/এ