বিনোদন ডেস্ক : অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী বলিউড বাদশা শাহরুখ খান। তার বাচনভঙ্গি থেকে শুরু করে হাস্যরস সকল কিছুই প্রশংসিত। একজন সুপারস্টার হিসেব হয়ে উঠেছেন তিনি কোটি মানুষের আইডল। তার বক্তব্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে
একবার এক উদ্ভট মন্তব্য করে বেশ বিপাকে পড়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। ২০০৯ সালে দিল্লিতে এক অনুষ্ঠানে নিজের ইচ্ছা শক্তি নিয়ে বলতে গিয়ে শাহরুখ জানান পর্ন সিনেমায় অভিনয় করার ইচ্ছা ছিল তার।
শাহরুখ খান দর্শকদের বিনোদনের জন্য আরও বলেছিলেন, আমি সবসময়ই সিলভেস্টার স্ট্যালনের একজন বিশাল ভক্ত। তিনি হলিউড সুপারস্টার হওয়ার আগে পর্নো তারকা ছিলেন। তার মতো আমারও পর্নোস্টার হওয়ার ইচ্ছা ছিল।
দর্শকদের সঙ্গে কৌতুকেরছলে এ ধরনের কথা বললেও, পরবর্তীতে এ নিয়ে সমালোচনার সম্মুখিন হন শাহরুখ।
বিজনেস আওয়ার/১৫ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: