স্পোর্টস ডেস্ক : মঈন আলি মূলত একজন ব্যাটসম্যান। কিন্তু বল হাতেও যে তিনি দক্ষ সেটা সুযোগ পেলেই বুঝিয়ে দেন। গতকাল রোববার লর্ডস টেস্টের চতুর্থ দিনে ফিরেই বল হাতে অনন্য এক কীর্তি গড়লেন এই স্পিনার। শুধুমাত্র ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেই শিকার করলেন ১০০ উইকেট।
এবার অবশ্য অনেক দিন পরেই ফিরলেন মঈন। ২০১৯ অ্যাশেজের পর সাদা পোশাকের ক্রিকেট থেকে হারিয়েই গিয়েছিলেন। এবার ভারতে বিপক্ষে লর্ডস টেস্টে দলে ফিরেই নতুন কীর্তি গড়লেন তিনি। ইংল্যান্ডের মাঠে একশ উইকেট ক্লাবে সপ্তম স্পিনার হিসেবে নাম লেখালেন তিনি।
লর্ডসে বিরাট কোহলিদের বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের মাঠে ৯৯ টেস্ট উইকেট ছিল তার সংগ্রহে। লর্ডস টেস্টের চতুর্থ দিনে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে শুধু ইংল্যান্ডে টেস্ট খেলে ১০০টি উইকেট তুলে নেওয়ার মাইলফলকে পা রাখেন।
৭ জন স্পিনার ইংল্যান্ডের মাঠে টেস্ট খেলে ১০০ উইকেট নিয়েছেন। ১৪৫ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ডেরেক আন্ডারউড। এরপরই ১৩৫টি উইকেট নেওয়া কিংবদন্তি জিম লেকার। তিনে অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন নিয়েছেন ১২৯ উইকেট। চার নম্বরে গ্রায়েম সোয়ান (১২০টি উইকেট)। এরপর রয়েছেন টনি লক (১০৪), রিচার্ড ইলিংওয়ার্থ (১০২) ও মঈন আলি (১০১)।
বিজনেস আওয়ার/১৬ আগস্ট, ২০২১/এ