ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন রেকর্ড গড়লেন নিশো-মেহজাবীন

  • পোস্ট হয়েছে : ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • 34

বিনোদন ডেস্ক : নতুন রেকর্ড গড়লেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। দুই কোটি ভিউয়ের তালিকায় এক নম্বরে আছে এই জুটির নাটক ‘শিল্পী’। বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে নাটকটি। সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছিলেন মহিদুল মহিম।

সোমবার (১৬ আগস্ট) দুই কোটি ভিউ অতিক্রম করে শিল্পী। এ মাইলফলকে যেতে সময় লেগেছে মাত্র ২১০ দিন। দু’জন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছিল ‘শিল্পী’ নাটকটি।

নতুন রেকর্ড গড়া প্রসঙ্গে নির্মাতা মহিদুল মহিম বলেন, পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে ‘শিল্পী’ দেখিয়ে দিল তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলব। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।

চলতি বছর ১৮ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল নাটকটি। ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছে এ নাটকে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের গান দুটি। পুরনো গান দুটি রিমেক করে ব্যবহার করা হয়েছে নাটকটি। গানটিতে নারী ও পুরুষ কণ্ঠ দিয়েছেন পাবেল।

জানা গেছে, কোটি ভিউয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। ৫৭৭ দিনে দুই কোটি ভিউ অতিক্রম করেছে নাটকটি। এরপর আছে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘টম এন্ড জেরি’, ‘যমজ ১০’ এবং ‘বুকের বাঁ পাশে’।

বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নতুন রেকর্ড গড়লেন নিশো-মেহজাবীন

পোস্ট হয়েছে : ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : নতুন রেকর্ড গড়লেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। দুই কোটি ভিউয়ের তালিকায় এক নম্বরে আছে এই জুটির নাটক ‘শিল্পী’। বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে নাটকটি। সিএমভির ব্যানারে নাটকটি নির্মাণ করেছিলেন মহিদুল মহিম।

সোমবার (১৬ আগস্ট) দুই কোটি ভিউ অতিক্রম করে শিল্পী। এ মাইলফলকে যেতে সময় লেগেছে মাত্র ২১০ দিন। দু’জন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছিল ‘শিল্পী’ নাটকটি।

নতুন রেকর্ড গড়া প্রসঙ্গে নির্মাতা মহিদুল মহিম বলেন, পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে ‘শিল্পী’ দেখিয়ে দিল তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলব। কৃতজ্ঞতা প্রকাশ করছি এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।

চলতি বছর ১৮ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছিল নাটকটি। ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছে এ নাটকে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের গান দুটি। পুরনো গান দুটি রিমেক করে ব্যবহার করা হয়েছে নাটকটি। গানটিতে নারী ও পুরুষ কণ্ঠ দিয়েছেন পাবেল।

জানা গেছে, কোটি ভিউয়ের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি। ৫৭৭ দিনে দুই কোটি ভিউ অতিক্রম করেছে নাটকটি। এরপর আছে ‘এক্স বয়ফ্রেন্ড’, ‘টম এন্ড জেরি’, ‘যমজ ১০’ এবং ‘বুকের বাঁ পাশে’।

বিজনেস আওয়ার/১৭ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: