বিনোদন ডেস্ক : নির্মাতা অনন্য মামুনের ‘অমানুষ’ শিরোনামের নতুন সিনেমাইয় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন। দুর্ধর্ষ কাহিনী নিয়ে নির্মাণাধীন এই সিনেমার শুটিং শেষ হয়েছে। বুধবার (১৮ আগস্ট) ছিল সিনেমাটির শেষ দিনের শুটিং। তথ্যটি নিশ্চিত করেছেন নিরব নিজেই।
তিনি বলেন, শেষ দিনের শুটিংয়ের জন্য একটি সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলাম। সেখানে গহীন জঙ্গলের ভেতর ধারণ করা হয়েছে দৃশ্য। এমন পরিবেশে শুটিং করার অভিজ্ঞতা একেবারে অন্যরকম। লোকালয় থেকে অনেকটা দূরে। তাছাড়া আমার ওসমান ডাকাত চরিত্রটিও ব্যতিক্রম। এই চরিত্র নিজের ভেতর ধারণ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। দর্শকরা পর্দায় সেটা বুঝতে পারবেন।
জানা গেছে, শেষ দিনের শুটিংয়ের তার সঙ্গে ছিলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অন্যদিকে সিনেমাটির প্রথম দিনের চিত্রায়ণে নিরবের সঙ্গে ছিলেন মিথিলা। তিনি বর্তমানে রয়েছেন ভারতে। এই তিনজন ছাড়াও ‘অমানুষ’-এ আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ অপুর মতো গুণী অভিনেতারা।
এর আগে অনন্য মামুনের পরিচালনায় নিরব অভিনয় করেছেন ‘কসাই’ নামের একটি সিনেমায়। সেটি মুক্তি পেয়েছিল অনলাইন প্ল্যাটফর্ম আই থিয়েটারে।
বিজনেস আওয়ার/১৮ আগস্ট, ২০২১/এ