ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ এইচপি দলে করোনার হানা

  • পোস্ট হয়েছে : ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • 42

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে। তবে অনুশীলনে যোগ দেওয়ার আগে করোনাভাইরাস পরীক্ষায় কয়েকজন ক্রিকেটার পজিটিভ হয়েছেন। যদিও দ্বিতীয় পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। অনুশীলনে নামার আগে আরও একবার পরীক্ষানিরীক্ষা করতে চায় ম্যানেজমেন্ট।

এইচপি ইউনিটের ইনচার্জ জামালউদ্দিন বাবু বলেন, নির্ধারিত সময়ের আগে ক্যাম্প শুরুর সব প্রস্তুতি ছিল। তবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের জন্য প্রথম করোনাভাইরাস পরীক্ষায় আমাদের কয়েকজন ক্রিকেটার পজিটিভ প্রমাণিত হয়। যদিও বুধবার আমরা আবার পরীক্ষা করিয়েছি, যেখানে সবাই নেগেটিভ এসেছে।

জামালউদ্দিন বাবু আরও বলেন, সতর্কতার জন্য আগামীকাল শুক্রবার আমরা আরেকটা পরীক্ষা করবো। এই পরীক্ষায় নেগেটিভ এলে শনিবার (২২ আগস্ট) আমরা চট্টগ্রামে যাবো। আর আগামী ২৩ তারিখ থেকে শুরু হবে অনুশীলন।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এইচপির ক্যাম্প। গত জুলাই মাসের গোড়ার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি প্রায় দেড় মাস পিছিয়ে ১৯ আগস্ট নির্ধারণ হয়। করোনা আক্রান্তের খবরে আরও পিছিয়ে গেল আকবর আলীদের অনুশীলনে ফেরা। সব ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট চট্টগ্রামে শুরু হবে ২২ সদস্য এইচপি দলের ক্যাম্প।

অনুশীলনের মাঝে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট। ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু চারদিনের ম্যাচ।

এইচপি স্কোয়াড-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুহেল মিয়া

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশ এইচপি দলে করোনার হানা

পোস্ট হয়েছে : ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে। তবে অনুশীলনে যোগ দেওয়ার আগে করোনাভাইরাস পরীক্ষায় কয়েকজন ক্রিকেটার পজিটিভ হয়েছেন। যদিও দ্বিতীয় পরীক্ষায় সবার ফল নেগেটিভ এসেছে। অনুশীলনে নামার আগে আরও একবার পরীক্ষানিরীক্ষা করতে চায় ম্যানেজমেন্ট।

এইচপি ইউনিটের ইনচার্জ জামালউদ্দিন বাবু বলেন, নির্ধারিত সময়ের আগে ক্যাম্প শুরুর সব প্রস্তুতি ছিল। তবে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের জন্য প্রথম করোনাভাইরাস পরীক্ষায় আমাদের কয়েকজন ক্রিকেটার পজিটিভ প্রমাণিত হয়। যদিও বুধবার আমরা আবার পরীক্ষা করিয়েছি, যেখানে সবাই নেগেটিভ এসেছে।

জামালউদ্দিন বাবু আরও বলেন, সতর্কতার জন্য আগামীকাল শুক্রবার আমরা আরেকটা পরীক্ষা করবো। এই পরীক্ষায় নেগেটিভ এলে শনিবার (২২ আগস্ট) আমরা চট্টগ্রামে যাবো। আর আগামী ২৩ তারিখ থেকে শুরু হবে অনুশীলন।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল এইচপির ক্যাম্প। গত জুলাই মাসের গোড়ার দিকে শুরু হওয়ার কথা থাকলেও সেটি প্রায় দেড় মাস পিছিয়ে ১৯ আগস্ট নির্ধারণ হয়। করোনা আক্রান্তের খবরে আরও পিছিয়ে গেল আকবর আলীদের অনুশীলনে ফেরা। সব ঠিক থাকলে আগামী ২৩ আগস্ট চট্টগ্রামে শুরু হবে ২২ সদস্য এইচপি দলের ক্যাম্প।

অনুশীলনের মাঝে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট। ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু চারদিনের ম্যাচ।

এইচপি স্কোয়াড-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাৎ হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম, ইমরানুজ্জামান ইমরান, আকবর আলী, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুহেল মিয়া

বিজনেস আওয়ার/১৯ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: