স্পোর্টস ডেস্ক : হাঁটুর চোটের কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্বে খেলতে পারেননি তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফরে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টি খেলা হয়নি তামিমের। এরপর শুরু হয় তার পুর্নবাসন প্রক্রিয়া। ৬ সপ্তাহের পুর্নবাসন শেষে সেপ্টেম্বরের শুরুতেই মাঠে ফিরবেন তামিম।
তামিমের মাঠে ফেররা ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আশা করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে থাকবে। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। আশা করছি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে।
নান্নু বলেন, সেপ্টেম্বরে মাঠে ফিরলেও নিউজিল্যান্ড সিরিজ খেলা হচ্ছে না তার। আগামী ২৪ আগস্ট দল ঢুকে যাবে জৈব সুরক্ষা বলয়ে। এজন্য ১৯ সদস্যের ঘোষিত স্কোয়াডে নাম নেই তামিমের। সেপ্টেম্বরের শুরুতে মাঠে ফিরেই ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করবেন তামিম। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলা না হলেও বিশ্বকাপের মঞ্চে মানিয়ে নিতে সমস্যা হবে না।
প্রধান নির্বাচক জানালেন, তামিমের অসাধারণ অভিজ্ঞতা আছে। যখন মাঠে নামবে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়া ওর জন্য কোনো ব্যাপার না। ইনজুরি তো যেকোনো খেলোয়াড়েরই হতে পারে। ইনজুরির পর কত দ্রুত প্রত্যাবর্তন করছে এটা গুরুত্বপূর্ণ।
বিজনেস আওয়ার/২১ আগস্ট, ২০২১/এ