ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে নিহত সাত

  • পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
  • 44

বিজনেস আওয়ার প্রতিবেদক : হুড়োহুড়িতে কাবুল বিমানবন্দরের বাইরে ৭ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (২২ আগস্ট) বিবিসির খবরে বলা হয়, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশ ছেড়ে পালিয়ে আসার জন্য প্রতিদিন কাবুল বিমানবন্দরে লোকজন ভিড় করছেন। যেকোনো মূল্যে তারা দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। বিমানবন্দরের ইমিগ্রেশনের যে স্বাভাবিক নিয়ম-কানুন রয়েছে, তার কিছুই পালন করা হচ্ছে না। দৌড়ে রানওয়েতে রাখা কার্গো বিমানে উঠার জন্য পাগল হয়ে উঠছেন লোকজন।

আমেরিকা ও যুক্তরাজ্যের এসব কার্গো বিমান এখন কাবুল থেকে যাত্রীদের নিয়ে আসার কাজে লাগানো হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, কাবুল বিমানবন্দরে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখানকার নিরাপত্তা ও নিয়ম কানুন রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।

কাবুল বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করে আছে। বিদেশি রাষ্ট্রগুলো কাবুল থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য যেসব বিমান পাঠিয়েছে সেই বিমানে উঠার জন্য মরিয়া আফগান নাগরিকরাও। প্রচণ্ড ভিড় এবং মানুষজনকে সামাল দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে নিহত সাত

পোস্ট হয়েছে : ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : হুড়োহুড়িতে কাবুল বিমানবন্দরের বাইরে ৭ জন নিহত হয়েছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

রবিবার (২২ আগস্ট) বিবিসির খবরে বলা হয়, তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে দেশ ছেড়ে পালিয়ে আসার জন্য প্রতিদিন কাবুল বিমানবন্দরে লোকজন ভিড় করছেন। যেকোনো মূল্যে তারা দেশ ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। বিমানবন্দরের ইমিগ্রেশনের যে স্বাভাবিক নিয়ম-কানুন রয়েছে, তার কিছুই পালন করা হচ্ছে না। দৌড়ে রানওয়েতে রাখা কার্গো বিমানে উঠার জন্য পাগল হয়ে উঠছেন লোকজন।

আমেরিকা ও যুক্তরাজ্যের এসব কার্গো বিমান এখন কাবুল থেকে যাত্রীদের নিয়ে আসার কাজে লাগানো হচ্ছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, কাবুল বিমানবন্দরে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখানকার নিরাপত্তা ও নিয়ম কানুন রক্ষা করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয়।

কাবুল বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করে আছে। বিদেশি রাষ্ট্রগুলো কাবুল থেকে তাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য যেসব বিমান পাঠিয়েছে সেই বিমানে উঠার জন্য মরিয়া আফগান নাগরিকরাও। প্রচণ্ড ভিড় এবং মানুষজনকে সামাল দেওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: