স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে এক সফরই ভাগ্যের দরজা খুলে দিল নাথান এলিসের। ঢাকায় চলতি মাসে টাইগারদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয় অসি পেসারের, আর অভিষেকেই গড়েন ইতিহাস।
টি-টোয়েন্টির প্রথম বোলার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করেন এলিস। এমন পারফরম্যান্সের পর ২৬ বছর বয়সী এই পেসার নজরে পড়েন আইপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর।
এলিসকে দলে নিতে রীতিমত হুমড়ি খেয়ে পড়েছিল আইপিএলের তিন ফ্র্যাঞ্চাইজি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এলিসকে স্বাগত জানাল পাঞ্জাব কিংস। পাঞ্জাব আইপিএলের দ্বিতীয় লেগে পাচ্ছে না অস্ট্রেলিয়ান দুই পেসার ঝি রিচার্ডসন আর রিলে মেডেরিথকে।
এলিসকে দিয়েই ফাস্ট বোলিংয়ের সেই শূন্যতাটা পূরণ করার চেষ্টায় ফ্র্যাঞ্চাইজিটি। সেজন্যই দুই দলের সঙ্গে টানাটানি করে অসি পেসারকে লুফে নিয়েছে তারা।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: