বিজনেস আওয়ার প্রতিবেদক : ২৬ ঘণ্টা পর বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ড উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ১২টার দিকে লঞ্চটি উদ্ধার করা হয়। উদ্ধারে এক যোগে কাজ করছেন, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর কর্মীরা। অভিযান শেষ করতে আরো ঘণ্টাখানেক সময় লাগবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, লঞ্চটিকে মাঝ নদী থেকে টেনে কেরানীগঞ্জের দিকে তীরের কাছাকাছি নেয়া হয়েছে। লঞ্চটি তুলতে ১০টি এয়ার লিফটিং ব্যাগ লাগানো হয়েছে। এক-একটি ব্যাগ, ৭-৮ টন ওজন তুলতে পারে। এই প্রক্রিয়ায় লঞ্চটি উদ্ধার করা হয়েছে। তবে লঞ্চটি এখনো উল্টে আছে।
উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সকাল নয়টার দিকে ময়ুর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এ