বিনোদন ডেস্ক : রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা করার পর এবার বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন শোষণের অভিযোগ এনেছেন বলিউডের ‘বি গ্রেড’ ছবির নায়িকা হিসেবে পরিচিত শার্লিন চোপড়া।
তিনি জানান, ২০০৫ সালের এপ্রিল মাসে কাজের জন্য সাজিদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শার্লিন। সাজিদ তাকে ফোন করে ডেকেছিলেন কথা বলার জন্য। জানিয়েছিলেন তাকে নিয়ে ছবি করতে চান।
সাজিদের কথা মতোই তার বাড়িতে গিয়েছিলেন শার্লিন। সাজিদের সঙ্গে কাজ করবেন বলে উৎফুল্ল ছিলেন অভিনেত্রী। কিন্তু সাজিদ আচমকাই তাকে অনৈতিক প্রস্তাব দেন। সাজিদের এই আচরণে অবাক হয়ে যান শার্লিন।
তিনি জানান, এ ধরনের ক্রিয়াকলাপ বা কথোপকথনের মতো মানসিক অবস্থায় তিনি নেই। কারণ সদ্য তার বাবার মৃত্যু হয়েছে। প্রিয়জনকে হারানোর শোক তখন শার্লিনের মনে। শার্লিনের কথা শোনার পরেও থামেননি সাজিদ। আবার একই প্রস্তাব দেন।
যা সহ্য করতে পারেননি শার্লিন। তাকে ভর্ৎসনা করে বেরিয়ে যান। এই ঘটনার ১৬ বছর পর অবশেষে মুখ খোলেন শার্লিন। এমন এক অভিজ্ঞতার কথা সামনে আনার সাহস সঞ্চয় করতে অনেকটা সময় লেগেছে তার।
বিজনেস আওয়ার/২২ আগস্ট, ২০২১/এ