বিনোদন ডেস্ক : করোনার পরিস্থিতির শুরু থেকেই গ্রামের বাড়ি খুলনাতে অবস্থান করছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে খুলনায় বসেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ নায়িকা। নিজের মনের কথা প্রায়ই তিনি শেয়ার করছেন ফেসবুকে।
তবে এই ফেসবুক নিয়েই বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ নায়িকা। পপির নাম ও ছবি দিয়ে অসংখ্য ফেসবুক আইডি খোলা হয়েছে। সেসবের মাধ্যমে পপি ভক্তরা বিভ্রান্তও হচ্ছেন। সম্প্রতি সে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন গণমাধ্যমে।
পপি বলেন, আমি সবাইকে সতর্কবার্তা ফেসবুকে দিয়েছি। আমার নামে অসংখ্য ফেসবুক আইডি ও পেজ খোলা হয়েছে। সেসব আইডি থেকে অনাকাঙ্খিত ঘটনাও হয়তো ঘটছে। আমি পরিস্কার করে বলতে চাই এই একটি আইডিই কেবল আমার।
বাকী আইডি ও পেজের বিরুদ্ধে রিপোর্ট করুন। যদি তাতেও কাজ না হয় আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। কারণ এটা আমার জন্য বিব্রতকর। আমি চাই না আমার কোনো ভক্ত-দর্শক বিভ্রান্ত হোক, প্রতারিত হোক।
এদিকে পপির পাশের বাসায় করোনা সনাক্ত হয়েছে। সে কারণে খানিকটা ভয়েও আছেন বলে জানান পপি। তিনি বলেন, আব্বু-আম্মুসহ আমাদের পরিবারে বয়স্ক মানুষজন রয়েছেন। তাদের নিয়েই বেশি চিন্তা হচ্ছে। আমরা সবাই সুরক্ষিত থাকার চেষ্টা করছি। সবাই দোয়া করবেন।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এ