স্পোর্টস ডেস্ক : কিংস্টনের স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করা শতরান দিয়ে এরই মধ্যে রেকর্ডের পাতায় নাম লিখে ফেলেছেন ফাওয়াদ আলম। শুধু তাই নয়, একই সঙ্গে তিন ভারতীয় ক্রিকেটার সুনিল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি এবং চেতেশ্বর পূজারাকে পেছনে ফেলে দিলেন তিনি।
ফাওয়াদ আলম এ নিয়ে ক্যারিয়ারের ১৩ নম্বর টেস্টের ২২তম ইনিংসে পঞ্চম সেঞ্চুরির দেখা পেলেন। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম ইনিংসে ক্যারিয়ারের প্রথম পাঁচটি শতরান করেন ফাওয়াদ। শুধু তাই নয়, নিজ দেশ পাকিস্তান, পাশের দেশ ভারত কিংবা শ্রীলঙ্কার অন্যসব কিংবদন্তির চেয়ে দ্রুততম ইনিংসে এই রেকর্ড গড়েন তিনি।
সুনিল গাভাস্কার ক্যারিয়ারের প্রথম পাঁচটি টেস্ট সেঞ্চুরি করেন ২৫ ইনিংসে ব্যাট করে। সৌরভ গাঙ্গুলি ৫ টেস্ট সেঞ্চুরি করতে খরচ করেন ২৪ ইনিংস। পূজারা ২৫ টেস্ট ইনিংস খেলে করেন পঞ্চম সেঞ্চুরি। পাকিস্তানের হয়ে সবচেয়ে কম ইনিংসে পাঁচটি টেস্ট সেঞ্চুরির করার নজিরও এখন ফাওয়াদের দখলে। এতদিন এই রেকর্ড ছিল ইউনিস খানের।
স্যাবাইনা পার্কের সেঞ্চুরির সুবাদে টেস্ট শতরানের হিসেবে পাক অধিনায়ক বাবর আজমকে ছুঁয়ে ফেলেন ফাওয়াদ। বাবর এখনও পর্যন্ত ৩৫টি টেস্টের ৬২টি ইনিংস খেলে ৫টি সেঞ্চুরি করেছেন।
বিজনেস আওয়ার/২৩ আগস্ট, ২০২১/এ