বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবারের মতো মঙ্গলবারও (২৯ জুন) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৮৯.০৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৫১ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৫.৪৭ পয়েন্ট এবং সিডিএসইটি ২.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯২৫.০৮ পয়েন্টে, ১৩৪০.৯৮ পয়েন্টে এবং ৭৯২.৩৭ পয়েন্টে।
ডিএসইতে আজ ৫৫৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪০১ কোটি ৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১৫৪ কোটি ৬৬ লাখ টাকার।
ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৮টির বা ১৩.২৮ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪টির বা ৮.৩৯ শতাংশের এবং ২২৪টির বা ৭৮.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩.৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৩২.৫৮ পয়েন্টে। সিএসইতে আজ ১৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে ১৬টির আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২২৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এস