ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার স্বর্ণের ব্যবসায় সাকিব

  • পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
  • 34

বিজনেস আওয়ার প্রতিবেদক : হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎ-কেন্দ্র, প্রসাধনী, কাঁকড়া ও কুঁচের খামারের পর এবার স্বর্ণের ব্যবসা শুরু করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

‘সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর’- এমন স্লোগান দিয়ে পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তিতে এই ব্যবসা শুরুর বিষয়ে জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের নাম বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং। কার্যক্রম শুরুর কথা জানিয়ে তিনি বলেন, ‘সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।’

স্বর্ণ আমদানি হালাল উল্লেখ করে সোমবার প্রকাশিত বিজ্ঞাপনে সাকিব জানান, ‘স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।’

তার প্রতিষ্ঠান থেকে দেশবাসী খাঁটি সোনা কেনার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন।’

বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার স্বর্ণের ব্যবসায় সাকিব

পোস্ট হয়েছে : ১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : হোটেল, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট, শেয়ার বাজার, বিদ্যুৎ-কেন্দ্র, প্রসাধনী, কাঁকড়া ও কুঁচের খামারের পর এবার স্বর্ণের ব্যবসা শুরু করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

‘সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর’- এমন স্লোগান দিয়ে পত্রিকায় দেওয়া বিজ্ঞপ্তিতে এই ব্যবসা শুরুর বিষয়ে জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

সাকিবের ব্যবসা প্রতিষ্ঠানের নাম বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং। কার্যক্রম শুরুর কথা জানিয়ে তিনি বলেন, ‘সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।’

স্বর্ণ আমদানি হালাল উল্লেখ করে সোমবার প্রকাশিত বিজ্ঞাপনে সাকিব জানান, ‘স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।’

তার প্রতিষ্ঠান থেকে দেশবাসী খাঁটি সোনা কেনার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনার ব্যক্তিগত প্রয়োজনে অথবা আপনার ব্যবসায়িক প্রয়োজনে আমার প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে দেশে বৈধভাবে, সঠিকভাবে ওজনের খাঁটি স্বর্ণ আমদানি করতে পারেন অথবা আমদানিকৃত স্বর্ণ ক্রয় করতে পারেন।’

বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: