বিজনেস আওয়ার প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১ হাজার ৮৪৭ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৮২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১লক্ষ ৪৫হাজার ৮৮৩জনে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
দেশের ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয় ১৮ হাজার ৪২৬ জনের। এখন পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৪০৭টি।
ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৬৮২ জনের মধ্যে। নতুন করে আরও ৬৪ জন মৃত্যু বরন করেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৪ জন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৫৯ হাজার ৬২৪ জন।
বুলেটিনে প্রতিদিনের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা সুলতানা।
উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। সবশেষ হিসাবে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১লক্ষ ৪৫হাজার ৮৮৩জনে। মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৮৪৭ জনের। দেশে মোট সুস্থ হয়েছেন ৫৯ হাজার ৬২৪ জন।
গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। চীন পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে উঠলেও এখন ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন এক কোটি ৪ লাখ ৮ হাজার ৪৩৩ জন। মৃত্যু পাঁচ লাখ ৮ হাজার ৭৮ জন। সুস্থ হয়েছেন ৫৬ লাখ ৬৪ হাজার ৪০৭ জন।
বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এ