বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনিকে তিন দফায় জিজ্ঞাসাবাদ করা নিয়ে নানা মহলে বিরূপ মন্তব্য ও সমালোচনা হয়েছে। এসবের প্রেক্ষিতে সিআইডি বলছে, তদন্ত ও পূর্ণাঙ্গ পুলিশি প্রতিবেদন দাখিলের স্বার্থে পরীমনিকে তিন দফায় রিমান্ড চেয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক ব্রিফিংকালে সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এ কথা বলেন।
পরীমনিকে তিন দফায় রিমান্ড নেয়ায় নাগরিক সমাজ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তিন দফায় পরীমনিকে জিজ্ঞাসাবাদের পেছনে যুক্তি কী ছিল জানতে চাইলে তিনি বলেন, প্রথমত অভিযুক্ত পরীমনিকে জিজ্ঞাসাবাদ করা ও তার বক্তব্য শোনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আসলে অভিযুক্ত কী বলে সেটা আগে জানতে চেয়েছে সিআইডি।
তিনি বলেন, তার কাছে মাদক কীভাবে আসল, কারা দিলো, কী উপায়ে আসলো। এসব তথ্য জানার পর আমরা কিন্তু আর পরীমনিকে রিমান্ড চাইনি। কিন্তু তদন্ত ও যাচাই করতে গিয়ে দেখি পরীমনির দেয়া সেসব তথ্যের অনেক কিছুই মিথ্যা বা ভুল। তখন আমরা আদালতে আবারও রিমান্ড চেয়ে অনুরোধ করি। আদালত একদিনের রিমান্ড দেন।
ব্যারিস্টার মাহবুবুর রহমান আরও বলেন, সিআইডি একটি বিশেষায়িত ইউনিট। আমরা কখনো দরকার না হলে কোনো আসামির রিমান্ড চাই না। আমরা ওই একদিনের মধ্যে পরীমনির দেয়া তথ্য যাচাই করি। পুলিশ রিপোর্টের পাশাপাশি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে তিন দফায় পরীমনিকে রিমান্ডে নেয়া হয়।
বিজনেস আওয়ার/২৪ আগস্ট, ২০২১/এ