ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ জামালের দুই খেলোয়াড় সাময়িক নিষিদ্ধ

  • পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • 37

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে।

দলটির মিডফিল্ডার ফয়সাল আহমেদ এবং ডিফেন্ডার শাকিল আহমেদকে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিষয়টি বাফুফে থেকে শেখ জামালকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনো বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সভায় বসেনি। বাফুফের সচিবালয়ের মাধ্যমে জানা যায়, ডিসিপ্লিনারি কমিটি সভা না করেই বিশেষ ক্ষেত্রে খেলোয়াড়দের ম্যাচ থেকে বিরত রাখতে পারে।

গত শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল এবং ব্রাদার্স ইউনিয়নের ম্যাচশেষে শেখ জামাল ক্লাবের ফুটবলাররা মেজাজ হারিয়ে মারামারিতে জড়ান। ম্যাচের যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের ফুটবলারদের সঙ্গে বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ পর খেলা পুনরায় শুরু হয়।

একেবারে শেষ মুহূর্তে কর্নার পায় শেখ জামাল। সেই কর্নার নেওয়ার আগেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষীপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।

শেখ জামালের ফুটবলারদের এমন আচরণে ব্রাদার্সের সংশ্লিষ্ট সমর্থকরা সমালোচনামূলক মন্তব্য করলে ক্ষোভে ফেটে পড়েন জামালের ফুটবলাররা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়।

ঘটনার সময় বাফুফে থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ম্যাচে পুলিশ ছিলেন মাত্র ২-৩ জন। যে কারণে মাঠের এই মারামারি নিয়ন্ত্রণে আনা যায়নি। সেই মারামারি একপর্যায়ে চলে যায় গ্যালারিতেও।

ঘটনার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছিলেন, ম্যাচ ও ম্যাচপরবর্তী ঘটনার ভিডিও ফুটেজ, মিডিয়া রিপোর্ট, রেফারি এবং ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছেন। ডিসিপ্লিনারি কমিটি দ্রুততম সময়ের মধ্যে এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। বাফুফে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খুব শিগগির বিষয়টি নিয়ে জরুরি সভা ডাকবেন। তবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সভায় না বসেই দুই ফুটবলারকে এ শাস্তি দিল।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেখ জামালের দুই খেলোয়াড় সাময়িক নিষিদ্ধ

পোস্ট হয়েছে : ১০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : ঘরোয়া ফুটবলে ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের দুই ফুটবলারকে নিষিদ্ধ করা হয়েছে।

দলটির মিডফিল্ডার ফয়সাল আহমেদ এবং ডিফেন্ডার শাকিল আহমেদকে সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিষয়টি বাফুফে থেকে শেখ জামালকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনো বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সভায় বসেনি। বাফুফের সচিবালয়ের মাধ্যমে জানা যায়, ডিসিপ্লিনারি কমিটি সভা না করেই বিশেষ ক্ষেত্রে খেলোয়াড়দের ম্যাচ থেকে বিরত রাখতে পারে।

গত শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল এবং ব্রাদার্স ইউনিয়নের ম্যাচশেষে শেখ জামাল ক্লাবের ফুটবলাররা মেজাজ হারিয়ে মারামারিতে জড়ান। ম্যাচের যোগ করা সময়ে একটি ফাউল নিয়ে শেখ জামালের ফুটবলাররা ব্রাদার্সের ফুটবলারদের সঙ্গে বাদানুবাদে জড়ান। কিছুক্ষণ পর খেলা পুনরায় শুরু হয়।

একেবারে শেষ মুহূর্তে কর্নার পায় শেখ জামাল। সেই কর্নার নেওয়ার আগেই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। এতে শেখ জামালের ফুটবলাররা ক্ষীপ্ত হয়ে রেফারি ভুবন মোহন তরফদারকে ঘেরাও করেন।

শেখ জামালের ফুটবলারদের এমন আচরণে ব্রাদার্সের সংশ্লিষ্ট সমর্থকরা সমালোচনামূলক মন্তব্য করলে ক্ষোভে ফেটে পড়েন জামালের ফুটবলাররা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাদানুবাদ হাতাহাতির পর্যায়ে চলে যায়।

ঘটনার সময় বাফুফে থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী ম্যাচে পুলিশ ছিলেন মাত্র ২-৩ জন। যে কারণে মাঠের এই মারামারি নিয়ন্ত্রণে আনা যায়নি। সেই মারামারি একপর্যায়ে চলে যায় গ্যালারিতেও।

ঘটনার বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছিলেন, ম্যাচ ও ম্যাচপরবর্তী ঘটনার ভিডিও ফুটেজ, মিডিয়া রিপোর্ট, রেফারি এবং ম্যাচ কমিশনার রিপোর্ট ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়েছেন। ডিসিপ্লিনারি কমিটি দ্রুততম সময়ের মধ্যে এগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে। বাফুফে ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খুব শিগগির বিষয়টি নিয়ে জরুরি সভা ডাকবেন। তবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি সভায় না বসেই দুই ফুটবলারকে এ শাস্তি দিল।

বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: