বিনোদন ডেস্ক : বাঙালি অভিনেত্রী অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা। দর্শকদের কাছে তিনি ঝুমা বৌদি নামেই পরিচিত। বর্তমানে স্বামী অভিনেতা বিক্রম সিং রাজপুতের সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করেছেন।
কখনও নীল আবার কখনও আকাশী বিকিনিতে সামাজিক মাধ্যমে উষ্ণতার পারদ চড়াচ্ছেন মোনালিসা। মলদ্বীপের মনোরম আবহাওয়াকে উপভোগ করতে দেখা যাচ্ছে নায়িকাকে। মালদ্বীপের হোটেলের পুলের ধারে একাধিক লাস্যময়ী ফটোশ্যুট সেরেছেন তিনি।
স্বামীর সঙ্গে ফ্লোটিং ব্রেকফাস্ট করতে দেখা যায় ঝুমা বৌদিকে। মোনালিসা ঝড়ে ঘুম উঠেছে নেটিজেনদের। ব্যস্ত জীবন থেকে সময় বের করেল একটু রিল্যাক্স মুডে দেখা গেছে নায়িকাকে।
কোনো ছবিতে জলে পা ভেজানো আবার পুলের ধারে শুয়ে পোজ দিয়েছেন মোনালিসা। শরীর থেকে ঠিকরে পড়ছে গ্ল্যামার। দুপুর ঠাকুরপোদের মনে এখনও ঝড় তুলে চলেছেন তাদের প্রিয় ঝুমা বৌদি।
বিজনেস আওয়ার/২৫ আগস্ট, ২০২১/এ