স্পোর্টস ডেস্ক : দীর্ঘ তিন বছর ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা এহসান মানির চুক্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল বুধবার। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা।
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বর্তমানে পিসিবির খালি থাকা চেয়ারম্যানের আসনে নতুন দায়িত্ব পাবেন রমিজ রাজা। যদিও বিষয়টি এখনও পরিস্কার নয়।
চলতি সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বসেন এহসান মানি ও রমিজ রাজা। এর ৩ দিন পর মানি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। ওই বৈঠকেই রমিজ রাজা ইমরান খানের কাছে তার পরিকল্পনার কথা জানান।
এদিকে নতুন চেয়ারম্যান কে হবেন এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আমরা কোনো মন্তব্য করতে পারি না। এ সিদ্ধান্ত সরাসরি প্রধানমন্ত্রীর কক্ষ থেকে আসবে।
বর্তমানে পিসিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাবেন প্রধানমন্ত্রী ইমরান খান। চলতি সপ্তাহে বোর্ডের বাকি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দু’জন বোর্ড অব গভর্নস (বিওজি) নির্বাচন করবেন প্রধানমন্ত্রী নিজেই। সেখান থেকে একজন হবে নতুন চেয়ারম্যান।
বিজনেস আওয়ার/২৬ আগস্ট, ২০২১/এ