ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে শতাধিক

  • পোস্ট হয়েছে : ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাবুল বিমানবন্দরের বাইরে পৃথক বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বাড়ছেই। এ দুই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা আর ৯০ জন আফগানিস্তানের নাগরিক।

বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে বিমানবন্দর লাগোয়া ব্যারন ক্যাম্পের ভেতরের জটলা থেকে। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন, তারাই ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন।

ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তাদের খুঁজে বের করবোই এবং তাদের শাস্তি পেতেই হবে।

কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটের কাছে এবং বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনা দুটি ঘটে।

২০১১ সালের পর এটিই মার্কিন সেনাদের ওপর ভয়াবহ হামলা। যা দেশটি থেকে সেনা প্রত্যাহারের মাত্র পাঁচদিন আগে সংঘটিত হলো।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

বিজনেস আওয়ার/২৭ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে শতাধিক

পোস্ট হয়েছে : ১০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাবুল বিমানবন্দরের বাইরে পৃথক বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বাড়ছেই। এ দুই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩ জন মার্কিন সেনা আর ৯০ জন আফগানিস্তানের নাগরিক।

বৃহস্পতিবার বিমানবন্দরের বাইরে এ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে বিমানবন্দর লাগোয়া ব্যারন ক্যাম্পের ভেতরের জটলা থেকে। যারা আফগানিস্তান ছাড়তে চাইছেন, তারাই ব্যারন ক্যাম্পে জড়ো হয়েছিলেন।

ঘটনার কয়েক ঘণ্টা পর হোয়াইট হাউজে ব্রিফিংকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসীদের কাছে হার মানবে না। আমরা তোমাদের ক্ষমা করবো না। আমরা (এ ঘটনা) ভুলে যাবো না। আমরা তাদের খুঁজে বের করবোই এবং তাদের শাস্তি পেতেই হবে।

কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটের কাছে এবং বিমানবন্দরের বাইরে একটি হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনা দুটি ঘটে।

২০১১ সালের পর এটিই মার্কিন সেনাদের ওপর ভয়াবহ হামলা। যা দেশটি থেকে সেনা প্রত্যাহারের মাত্র পাঁচদিন আগে সংঘটিত হলো।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকেঞ্জি বলেন, আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।

ইতোমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া হামলার বিষয়ে সতর্কতা জারি করেছিল।

বিজনেস আওয়ার/২৭ আগস্ট, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: