বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব চলচ্চিত্রের চার অভিনয়শিল্পীসহ পাঁচজন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহত শিল্পীদের বহন করা ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে গাড়ির সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। আহতদের তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত অভিনয়শিল্পীরা হলেন, শরিফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাশার এবং জোনায়েদ বোগদাদী। এ ছাড়া ওই গাড়িতে শরিফুল রাজের বন্ধু নাফিজও ছিলেন।
আহত শিল্পীরা সম্প্রতি চরকিতে প্রদর্শিত ‘নেটওয়ার্কের বাইরে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। দর্শকপ্রিয়তা পাওয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান।
বিজনেস আওয়ার/২৭ আগস্ট, ২০২১/কমা