ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ত্রপচার করা লাগতে পারে বিপ্লবের

  • পোস্ট হয়েছে : ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০
  • 0

স্পোর্টস ডেস্ক : সাইনোসাইটিসের পুরোনো সমস্যাটি হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠেছে তরুণ টাইগার লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। নাক বন্ধ হয়ে যাওয়ায় ঠিক করে শ্বাস নিতে পারছেন না। তাই আপাতত রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

গত বুধবার নাকের সমস্যা নিয়ে অ্যাপালো হাসপাতালে গিয়েছিলেন বিপ্লব। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে আপাতত ১৫ দিনের ওষুধ দিয়েছেন। ওষুধে সেরে না উঠলে বিপ্লবকে অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, বিপ্লবের ব্যাপারটা সাইনোসাইটিসের। অ্যাপোলো হাসপাতালের নাক, কান গলা বিভাগের ডাক্তার তাকে দেখছেন। উনার পরামর্শক্রমে বিপ্লবের ওষুধ চলছে। ডাক্তার ১৫ দিনের ওষুধ দিয়েছেন। যদি ভালো না হয় অপারেশনের চিন্তা করতে হতে পারে। উনি যেটা ভালো মনে করবেন করবেন।

গত (২৪ জুন) জানা গিয়েছিল আমিনুল ইসলাম বিপ্লব শ্বাস কষ্টজনিত রোগে ভুগছেন। সেদিন বিসিবি’র ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন নাসু জানিয়েছিলেন, অ্যাপের মাধ্যমে দেওয়া ১৮টি প্রশ্নের উত্তর শেষে তাকে ‘রেড ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘রেড ক্যাটাগরি’ মানে করোনা নয় শরীরের কোথাও কোনো সমস্যা আছে।

বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্ত্রপচার করা লাগতে পারে বিপ্লবের

পোস্ট হয়েছে : ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : সাইনোসাইটিসের পুরোনো সমস্যাটি হঠাৎ করেই মাথা চাড়া দিয়ে উঠেছে তরুণ টাইগার লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের। নাক বন্ধ হয়ে যাওয়ায় ঠিক করে শ্বাস নিতে পারছেন না। তাই আপাতত রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নাক, কান, গলা (ইএনটি) বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

গত বুধবার নাকের সমস্যা নিয়ে অ্যাপালো হাসপাতালে গিয়েছিলেন বিপ্লব। বিশেষজ্ঞ চিকিৎসক তাকে আপাতত ১৫ দিনের ওষুধ দিয়েছেন। ওষুধে সেরে না উঠলে বিপ্লবকে অস্ত্রপচারের পরামর্শ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, বিপ্লবের ব্যাপারটা সাইনোসাইটিসের। অ্যাপোলো হাসপাতালের নাক, কান গলা বিভাগের ডাক্তার তাকে দেখছেন। উনার পরামর্শক্রমে বিপ্লবের ওষুধ চলছে। ডাক্তার ১৫ দিনের ওষুধ দিয়েছেন। যদি ভালো না হয় অপারেশনের চিন্তা করতে হতে পারে। উনি যেটা ভালো মনে করবেন করবেন।

গত (২৪ জুন) জানা গিয়েছিল আমিনুল ইসলাম বিপ্লব শ্বাস কষ্টজনিত রোগে ভুগছেন। সেদিন বিসিবি’র ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন নাসু জানিয়েছিলেন, অ্যাপের মাধ্যমে দেওয়া ১৮টি প্রশ্নের উত্তর শেষে তাকে ‘রেড ক্যাটাগরি’র অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘রেড ক্যাটাগরি’ মানে করোনা নয় শরীরের কোথাও কোনো সমস্যা আছে।

বিজনেস আওয়ার/৩০ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: