ঢাকা , শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফার্গুসনের কথাতেই ম্যানইউতে রোনালদো!

  • পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • 67

স্পোর্টস ডেস্ক : রোনালদোর মহিরুহ হয়ে ওঠার পেছনে অসামান্য অবদান আছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। সেই রোনালদোকে ইউনাইটেডে ফেরাতেও এবার হাত ছিল ফার্গির, ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে তেমন কিছুই!

নাটকীয় এক দলবদলের মৌসুমের নাটকীয়তায় আরও এক অধ্যায় যোগ করে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ক্লাবের প্রতি ভালবাসা তো ছিলই, ৩৬ বছর বয়সে এসে বিশ্বের সেরা লিগে আরও একবার নিজেকে প্রমাণের বিষয়টাও ছিল সমানভাবে। তবে এবার শোনা গেল আরও একটি কারণ। সেই কারণটা খোদ ইউনাইটেড কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসন।

সেই ফার্গুসন, যিনি সদ্য কৈশোরে পেরোনো রোনালদোয় ভরসা রেখে ভিড়িয়েছিলেন সেই তিনি। তখন জুভেন্তাস ছেড়ে রোনালদোর ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর জোর গুঞ্জন।

ইংল্যান্ডে রোনালদোর ‘ঘর’ ইউনাইটেড এর প্রতিদ্বন্দ্বী ডেরায়। তখনই রোনালদোকে ফোন করেন ফার্গুসন। তার ফোনেই পর্তুগীজ তারকার ইউনাইটেডে ফেরা নিশ্চিত হয়। এমন খবর জানাচ্ছে ম্যানচেস্টার ইভনিং নিউজ।

ফার্গুসনের ডাকে আবারও ইউনাইটেডের জার্সি গায়ে চাপাতে চলেছেন রোনালদো। তবে এখন ড্রেসিংরুমে সেই ফার্গুসনকে পাবেন না রোনালদো। কোচ হিসেবে এখন যাকে পাবেন, তিনি তাঁর প্রাক্তন সতীর্থ ওলে গুনার সোলশায়ার।

তবে ওল্ড ট্রাফোর্ডের স্ট্যান্ডে বসে পছন্দের শিষ্যকে প্রিয় দলের হয়ে আবারও নতুন ইতিহাস রচনা করতে দেখবেন ফার্গুসন। পর্তুগিজ মহাতারকার ঘর ফেরতের অপেক্ষায় প্রহর গুনছেন তিনিও।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফার্গুসনের কথাতেই ম্যানইউতে রোনালদো!

পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক : রোনালদোর মহিরুহ হয়ে ওঠার পেছনে অসামান্য অবদান আছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। সেই রোনালদোকে ইউনাইটেডে ফেরাতেও এবার হাত ছিল ফার্গির, ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে তেমন কিছুই!

নাটকীয় এক দলবদলের মৌসুমের নাটকীয়তায় আরও এক অধ্যায় যোগ করে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তন ঘটেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর।

ক্লাবের প্রতি ভালবাসা তো ছিলই, ৩৬ বছর বয়সে এসে বিশ্বের সেরা লিগে আরও একবার নিজেকে প্রমাণের বিষয়টাও ছিল সমানভাবে। তবে এবার শোনা গেল আরও একটি কারণ। সেই কারণটা খোদ ইউনাইটেড কিংবদন্তি অ্যালেক্স ফার্গুসন।

সেই ফার্গুসন, যিনি সদ্য কৈশোরে পেরোনো রোনালদোয় ভরসা রেখে ভিড়িয়েছিলেন সেই তিনি। তখন জুভেন্তাস ছেড়ে রোনালদোর ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর জোর গুঞ্জন।

ইংল্যান্ডে রোনালদোর ‘ঘর’ ইউনাইটেড এর প্রতিদ্বন্দ্বী ডেরায়। তখনই রোনালদোকে ফোন করেন ফার্গুসন। তার ফোনেই পর্তুগীজ তারকার ইউনাইটেডে ফেরা নিশ্চিত হয়। এমন খবর জানাচ্ছে ম্যানচেস্টার ইভনিং নিউজ।

ফার্গুসনের ডাকে আবারও ইউনাইটেডের জার্সি গায়ে চাপাতে চলেছেন রোনালদো। তবে এখন ড্রেসিংরুমে সেই ফার্গুসনকে পাবেন না রোনালদো। কোচ হিসেবে এখন যাকে পাবেন, তিনি তাঁর প্রাক্তন সতীর্থ ওলে গুনার সোলশায়ার।

তবে ওল্ড ট্রাফোর্ডের স্ট্যান্ডে বসে পছন্দের শিষ্যকে প্রিয় দলের হয়ে আবারও নতুন ইতিহাস রচনা করতে দেখবেন ফার্গুসন। পর্তুগিজ মহাতারকার ঘর ফেরতের অপেক্ষায় প্রহর গুনছেন তিনিও।

বিজনেস আওয়ার/২৮ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: