বিনোদন ডেস্ক : একসঙ্গে জুটি হয়ে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া ও শরিফুল রাজ। নাম ‘গুনিন’। এটি নির্মাণ করছেন গিয়াসউদ্দিন সেলিম। শনিবার (২৮ আগস্ট) সিনেমাটিতে ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন।
এই সিনেমা নির্মিত হচ্ছে খ্যাতিমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোট গল্প ‘গুনিন’ অবলম্বনে। এখানে আরও অভিনয় করবেন ইরেশ যাকের, মনোয়ার ও আজাদ আবুল কালামের মতো গুণী অভিনয়শিল্পীরা।
নির্মাতা সেলিম বলেন, আমরা অক্টোবরে শুটিং শুরু করবো। ইতোমধ্যে রাজ, ইরেশ যাকের, মনোয়ার আজাদ আবুল কালাম পাভেল চুক্তিবদ্ধ হয়েছেন। শনিবার যুক্ত হলেন ফারিয়া। সব প্রস্তুতি সম্পন্ন করেই শুটিং ফ্লোরে যাব আমরা।
জানা গেছে, ‘গুনিন’ নির্মিত হবে ওটিটি প্ল্যাটফর্মের জন্য। অর্থাৎ এটি প্রেক্ষাগৃহে নয়, মুক্তি পাবে একটি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: