বিনোদন ডেস্ক : ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিক নাটক দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর ‘লাভ আজ কাল পরশু’ সিনেমায় নিজেকে খোলামেলা রূপে মেলে ধরলেন। আবার ‘চিনি’তে মিষ্টি তরুণীর রূপে দেখা দিয়েছেন।
অভিনয় জীবন মসৃণ এবং সফল হলেও মধুমিতাকে ব্যক্তি জীবনে পেরুতে হয়েছে অনেক জটিলতা। প্রেম, বিয়ে অতঃপর বিচ্ছেদ, এসব মোকাবিলা করে নিজেকে পুনরায় গুছিয়ে নিয়েছেন। যদিও বিয়েটাকেই জীবনের সবচেয়ে বড় ভুল মনে করেন তিনি। তবে এবার জেনে-বুঝেই একটি ভুল করলেন মধুমিতা।
সেটা আবার নিজেই স্বীকার করে নিয়েছেন। কী সেই ভুল? শনিবার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, গাড়ি চালাচ্ছেন তিনি। তবে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বের করে সেটা দিয়ে ভিডিও করছিলেন অভিনেত্রী।
ভিডিওতে মধুমিতা বলেন, আমি এখন গাড়ি চালাচ্ছি। আর একটা ভুল কাজ করছি। গাড়ি চালাতে চালাতে শুট করছি। এটুকু বলতে চাই, সাবধানে চালাচ্ছি। রাস্তা ফাঁকা আছে বলেই ক্যামেরাটা বের করলাম। এটা আমার ফেভারিট রাস্তা। এই ভিডিও করছি বলে কিছু মনে করো না। একা একা গাড়ি চালাচ্ছি আর ভিডিও করছি। এটা ঠিক নয়, আমি জানি। কিন্তু সামনে কিছু নেই, তাই এটা করছি। আমি শুধুমাত্র সুন্দর দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম।
ভুল করলেও মধুমিতার এই সহজ স্বীকারোক্তি তার অনুসারীদের মন জয় করেছে। তারা অভিনেত্রর সমালোচনা না করে বরং তাকে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছেন।
বিজনেস আওয়ার/২৯ আগস্ট, ২০২১/এ