বিজনেস আওয়ার প্রতিবেদক : আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে মার্কিন সেনা প্রত্যাহারের শেষ সময়ে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে হামিদ কারজাই বিমানবন্দর লক্ষ্য করে একে একে পাঁচটি রকেট হামলা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কাবুল বিমানবন্দরে বোমা হামলার দায় আইএস-কে স্বীকার করলেও সোমাবারের রকেট হামলার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা সংগঠন স্বীকার করেনি। ঘটনায় এখন পর্যন্ত বড় কোনো ক্ষতির খবরও পাওয়া যায়নি। তবে হামলার নেপথ্যে আইএস খোরাসানের (আইএস-কে) জঙ্গিরাই রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে আমেরিকা।
সোমবার বিমানবন্দরের কাছে কাবুলের লাব-এ জার স্কোয়ারে একটি গাড়ি থেকে রকেটগুলো ছোড়া হয় বলে স্থানীয় সংবাদ সংস্থাগুলোর দাবি।
এদিকে বিমানবন্দর এলাকায় অবস্থানরত মার্কিন সেনা বাহিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়ে সোমাবর একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘মাননীয় প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছেন, বিমানবন্দর এলাকায় আমাদের যেসব সেনা সদস্য অবস্থান করছে, তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে।’
বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২১/কমা