ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্বল্পবসনায় দেখা দিলেন মিম

  • পোস্ট হয়েছে : ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • 112

বিনোদন ডেস্ক : নিজেকে মোহময়ী করে রাখার জন্য পরিশ্রমের কখনো ঘাটতি রাখেননি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, নানা কসরত করেছেন। এবার সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

রোববার (২৯ আগস্ট) নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। সেখানে তাকে স্বল্পবসনায় দেখা গেছে। তবে পোশাক নয়, এসব ছবিতে নজর কেড়েছে মিমের শারীরিক অবয়ব। নিজেকে আপাদমস্তক ফিট করে ফেলেছেন তিনি।

ক্যাপশনেও মিম লিখেছেন, তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।

এই পোস্টে মিম ধন্যবাদ জানিয়েছেন তার জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি। তাদের সহযোগিতা এবং পরামর্শেই নিজেকে এমন আকর্ষণীয় রূপে গড়ে নিতে পেরেছেন অভিনেত্রী।

এদিকে ছবিতে মিমকে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি অন্তর্বাসের ওপর ঝলমলে ব্লেজার পরে আছেন। সঙ্গে রয়েছে একটি প্যান্ট। বলাই বাহুল্য, ছবিগুলোতে তার রূপ ও শরীরের আবেদন উপচে পড়ছে।

প্রসঙ্গত, করোনাজনিত লকডাউন কাটিয়ে কাজে ব্যস্ত হয়েছেন মিম। শুটিং করছেন ‘অন্তর্জাল’ সিনেমার। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তরুণ তারকারা।

বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্বল্পবসনায় দেখা দিলেন মিম

পোস্ট হয়েছে : ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : নিজেকে মোহময়ী করে রাখার জন্য পরিশ্রমের কখনো ঘাটতি রাখেননি অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। গত ৬ মাস টানা জিমে গিয়ে ঘাম ঝরিয়েছেন, নানা কসরত করেছেন। এবার সবশেষে দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

রোববার (২৯ আগস্ট) নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন মিম। সেখানে তাকে স্বল্পবসনায় দেখা গেছে। তবে পোশাক নয়, এসব ছবিতে নজর কেড়েছে মিমের শারীরিক অবয়ব। নিজেকে আপাদমস্তক ফিট করে ফেলেছেন তিনি।

ক্যাপশনেও মিম লিখেছেন, তুমি যেটা চাও, সেটা সবসময় পাবে না। কিন্তু যেটার জন্য তুমি পরিশ্রম করবে, সেটা পাবে। শরীরের এই গঠন পাওয়ার জন্য আমি ৬ মাস কঠোর পরিশ্রম করেছি।

এই পোস্টে মিম ধন্যবাদ জানিয়েছেন তার জিম সেন্টার এবং ট্রেইনারের প্রতি। তাদের সহযোগিতা এবং পরামর্শেই নিজেকে এমন আকর্ষণীয় রূপে গড়ে নিতে পেরেছেন অভিনেত্রী।

এদিকে ছবিতে মিমকে দেখা যাচ্ছে, হলুদ রঙের একটি অন্তর্বাসের ওপর ঝলমলে ব্লেজার পরে আছেন। সঙ্গে রয়েছে একটি প্যান্ট। বলাই বাহুল্য, ছবিগুলোতে তার রূপ ও শরীরের আবেদন উপচে পড়ছে।

প্রসঙ্গত, করোনাজনিত লকডাউন কাটিয়ে কাজে ব্যস্ত হয়েছেন মিম। শুটিং করছেন ‘অন্তর্জাল’ সিনেমার। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমনের মতো তরুণ তারকারা।

বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: