বিনোদন ডেস্ক : আমেরিকায় নতুন রেস্তোরাঁ চালু করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। নাম দিয়েছেন ‘সোনা’। প্রিয়াঙ্কার রেস্তোরাঁ ‘সোনা’তে রয়েছে ভারতীয় নানা খাবারের জিভে জল আনা পদ।
নিউইয়র্কে বসে ভারতীয় খাবারের আস্বাদ সকলের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। সদ্য এই রেস্তোরাঁয় ঢুঁ মেরেছিলেন জনপ্রিয় অভিনেতা অনুপম খের। শুধু দেখতেই যাননি, সেখানে জমিয়ে চেটেপুটে খেয়েছেন তিনি।
‘সোনা’-র ভারতীয় খাবারের বিভিন্ন পদ চেখে তিনি এতটাই মুগ্ধ যে তার ভালোলাগা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে বিন্দুমাত্র কুন্ঠা বোধ করেননি অনুপম। হেঁশেলের প্রধান শেফ ও বাকি কর্মচারীদের সঙ্গে কাটানো মুহূর্তের ভিডিও আপলোড করেছেন তিনি।
বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: