বিনোদন ডেস্ক : দেশে জনপ্রিয় হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। বিভিন্ন কন্টেন্টের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে অসংখ্য ওয়েব সিরিজ। দর্শকদের প্রশংসাও পাচ্ছে সেগুলো। সেই ধারাবাহিকতায় এবার আসতে যাচ্ছে “মাফিয়া” নামের আরেকটি ওয়েব সিরিজ।
সম্প্রতি এই ওয়েব সিরিজে যুক্ত হয়েছেন ইমন এবং মাহিয়া মাহি। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই ওয়েব সিরিজটি নির্মাণ করছেন জনপ্রিয় নির্মাতা শাহীন সুমন।
ওয়েব সিরিজে যুক্ত হয়ে উচ্ছ্বসিত ইমন বলেন, এখানে আমি নব্বই দশকের এক তরুণের চরিত্রে অভিনয় করছি। সিরিজটার গল্প রোমাঞ্চে ভরা। এছাড়া, প্রথমবারের মাহির সঙ্গে কাজ করছি এখানে। আশা করছি সিরিজটি দর্শকদের ভালো লাগবে।
মাহিয়া মাহি বলেন, শাহীন সুমনের পরিচালনার মধ্য দিয়েই আমার নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল। এবার তার পরিচালনায় ওয়েব সিরিজে অভিনয় করছি। এটা আমার জন্য অনেক আনন্দের। গল্প আর চরিত্র সব মিলিয়ে দারুণ।
“মাফিয়া” ওয়েব সিরিজের গল্প শাহীন সুমনের। চিত্রনাট্য সাজিয়েছেন দেলোয়ার হোসেন দিল। শাপলা মিডিয়ার ব্যানারে সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। অনেক আগে থেকেই মানিকগঞ্জ ফিল্ম ভ্যালিতে এর শুটিং চলছে।
ইমন ও মাহি ছাড়াও ওয়েব সিরিজে আরও অভিনয় করছেন জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা প্রমুখ।
বিজনেস আওয়ার/৩০ আগস্ট, ২০২১/এ