করোনাভাইরাসের মধ্যেও আগের বছরের একইসময়ের তুলনায় ২০২১ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ১ হাজার ৪১ কোটি টাকার নিট মুনাফা বেড়েছে। যেখানে আগের বছরের প্রথমার্ধে নিট মুনাফা কমেছিল ৩৮৩ কোটি টাকা।
ব্যাংকগুলোর ২০২১ সালের প্রথমার্ধের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে ৩১টির চলতি বছরের প্রথমার্ধের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। তবে নানা সমস্যায় জর্জরিত ন্যাশনাল ব্যাংকের আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর (ন্যাশনাল ব্যাংক ব্যতিত) পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ২৯ হাজার ২৪৩ কোটি ২৬ লাখ টাকা। যা চলতি বছরে ঘোষিত বোনাস শেয়ার ও দুটি কোম্পানির আইপিওতে শেয়ার ইস্যুর কারনে বর্তমানে বেড়ে দাড়িঁয়েছে ৩০ হাজার ৯৯৩ কোটি ৫৩ লাখ টাকা টাকা। এ হিসাবে মূলধন বেড়েছে ১ হাজার ৭৫০ কোটি ২৭ লাখ টাকা বা ৫.৯৯ শতাংশ।
এদিকে ব্যাংকগুলোর মূলধন বৃদ্ধির সঙ্গে সঙ্গে চলতি বছরের প্রথমার্ধে নিট মুনাফা বেড়েছে ১ হাজার ৪০ কোটি ৯৯ লাখ টাকা বা ৩৩.৩৭ শতাংশ। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় ৪ হাজার ১৬০ কোটি ১৩ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। তবে ২০২০ সালের প্রথমার্ধে ৩৮৩ কোটি ৪৫ লাখ টাকা বা ১০.৮৪ শতাংশ মুনাফা কমেছিল।
তবে ব্যাংকগুলোর অন্যান্যবারের মতো এবারও প্রদত্ত ঋণের বিপরীতে সঞ্চিতি ঘাটতি পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে। যা সঠিকভাবে সংরক্ষন করা হলে, ব্যাংকগুলোর প্রকৃত মুনাফা কমে আসত।
দেখা গেছে, আর্থিক হিসাব প্রকাশ করা ৩১টি ব্যাংকের মধ্যে আগের বছরের একই সময়ের তুলনায় ২০২১ সালের প্রথমার্ধে ২২টি বা ৭০.৯৭ শতাংশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। আর ৮টি বা ২৫.৮১ শতাংশ ব্যাংকের মুনাফা কমেছে। বাকি ১টি বা ৩.২৩ শতাংশ ব্যাংকের লোকসান বেড়েছে।
এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, করোনাভাইরাসের কারনে ব্যাংক খাতের মুনাফায় ধস নামবে বলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিল। প্রকৃতপক্ষে করোনাভাইরাস হলেও ব্যাংকের সুদ গণনা কিন্তু থেমে নেই। আর এটাই ব্যাংকের মুনাফার প্রধান উৎস। তাই মুনাফায় পতন হয়নি।
তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩৩৪ কোটি ৬৪ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এরপরে ৩০৩ কোটি ৮৩ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে সাউথইস্ট ব্যাংক। তৃতীয় অবস্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২৫৭ কোটি ৫৩ লাখ টাকার।
চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ২১ কোটি ২৬ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে রূপালি ব্যাংকের। এ সময় ব্যাংকটির ১৭ কোটি ৯৬ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ২০ কোটি ৯৫ লাখ টাকা মুনাফা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে শেয়ারবাজারে সম্প্রতি লেনদেন শুরু হওয়া সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক ও ২৩ কোটি ৩১ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক।
নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা ও পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২১ সালের প্রথমার্ধের মুনাফা (কোটি টাকা) | ২০২০ সালের প্রথমার্ধের মুনাফা (কোটি টাকা) | পরিশোধিত মূলধন (কোটি টাকা) (২০২১) | পরিশোধিত মূলধন (কোটি টাকা) (২০২০) |
ইসলামী ব্যাংক | ৩৩৪.৬৪ | ৩১২.৩৫ | ১৬১০ | ১৬১০ |
সাউথইস্ট ব্যাংক | ৩০৩.৮৩ | ১৮৯.৬২ | ১১৮৮.৯৪ | ১১৫৯.৯৪ |
ব্র্যাক ব্যাংক | ২৫৭.৫৩ | ১১৬.৮৯ | ১৩৯২.১৭ | ১৩২৫.৮৮ |
ইস্টার্ন ব্যাংক | ২৪৪.১৪ | ১৫৭.৬০ | ৯৫৩.৮৬ | ৮১১.৮০ |
ডাচ-বাংলা ব্যাংক | ২২৫.৯৩ | ২১৬.৪১ | ৬৩২.৫০ | ৫৫০ |
দি সিটি ব্যাংক | ২২০.০৬ | ১০৬.৮১ | ১০৬৭.২১ | ১০১৬.৩৯ |
প্রাইম ব্যাংক | ২০৪.৯৩ | ৫৪.৬১ | ১১৩২.২৮ | ১১৩২.২৮ |
যমুনা ব্যাংক | ১৯৭.৯৬ | ১৫৫.৩৪ | ৭৪৯.২৩ | ৭৪৯.২৩ |
পূবালি ব্যাংক | ১৮৫.২৮ | ১৪৭.৫৬ | ১০২৮.২৯ | ১০২৮.২৯ |
শাহজালাল ব্যাংক | ১৭৭.৮৪ | ১০২.৮৪ | ১০২৯.১০ | ৯৮০.০৯ |
প্রিমিয়ার ব্যাংক | ১৬৪.৯১ | ৯৩.৩৯ | ১০৪৩.০৭ | ৯৭০.৩০ |
ট্রাস্ট ব্যাংক | ১৫৫.৫৮ | ১২৮.৫৪ | ৭০৭.৬৩ | ৬৪৩.৩০ |
আইএফআইসি ব্যাংক | ১৫৪.৫৪ | ৮৬.৫৬ | ১৭০০.৮৭ | ১৬১৯.৮৭ |
ওয়ান ব্যাংক | ১৩৬.৪২ | ৮৬.৪৯ | ৯৩৪.০৪ | ৮৪৩.১৯ |
এনসিসি ব্যাংক | ১৩৫.৩৯ | ১১০.৭৩ | ১০১৬.৮৭ | ৯২৭.৩৮ |
ব্যাংক এশিয়া | ১৩০.৯৯ | ১৬০.২৪ | ১১৬৫.৯১ | ১১৬৫.৯১ |
এক্সিম ব্যাংক | ১২৫.৮১ | ১৪১.৫৪ | ১৪৪৭.৫৬ | ১৪১২.২৫ |
আল-আরাফাহ ব্যাংক | ১২৩.৬৪ | ৮৯.৯৮ | ১০৬৪.৯০ | ১০৬৪.৯০ |
ঢাকা ব্যাংক | ১০৪.৬৪ | ৭৫.৪৭ | ৯৪৯.৬৩ | ৮৯৫.৮৭ |
উত্তরা ব্যাংক | ১০১.৩৫ | ৮১.৫৩ | ৫৬৪.৬৮ | ৫০১.৯৪ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ৮৭.৩৯ | ১০৮.৮৪ | ৮১২.৫০ | ৭৩৮.৬৩ |
মার্কেন্টাইল ব্যাংক | ৮৩.১৭ | ১০০.৭৮ | ১০৩৩.২২ | ৯৮৪.০২ |
এনআরবিসি ব্যাংক | ৮১.৮৬ | ৩৬.১৮ | ৭৩৭.৬৪ | ৫৮২.৫২ |
ইউসিবি ব্যাংক | ৭৪.২৮ | ৮৮.২৬ | ১২৭৮.৪০ | ১১৫৯.৫৪ |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ৫৩.৫০ | ৭৭.৬২ | ৯৯৬.২০ | ৯৪৮.৭৬ |
সোশ্যাল ইসলামী ব্যাংক | ২৭.৮ | ৪৪.৬৯ | ৯৮৪.৯১ | ৮৯৩.৩৪ |
এবি ব্যাংক | ২৫.৭৬ | ১৪.৫৩ | ৮৩৫.৮৪ | ৭৫৮.১৩ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ২৩.৩১ | ৫.৭২ | ১০৩১.১৪ | ১০০৫.৯৯ |
সাউথবাংলা ব্যাংক | ২০.৯৫ | ৩৩.৮৯ | ৭৮৪.৬৫ | ৬৮৪.৬৫ |
রূপালি ব্যাংক | ১৭.৯৬ | ১৫.২০ | ৪৫৫.৫৯ | ৪১৪.১৭ |
আইসিবি ব্যাংক | (২১.২৬) | (২১.০৭) | ৬৬৪.৭০ | ৬৬৪.৭০ |
মোট-৩০টি ব্যাংক | মোট-৪১৬০.১৩ কোটি টাকা | মোট- ৩১১৯.১৪ কোটি টাকা | মোট-৩০৯৯৩.৫৩ কোটি টাকা | মোট-২৯২৪৩.২৬ কোটি টাকা |
তালিকাভুক্ত ৩২টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ৩ হাজার ৬৬ কোটি ৪২ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৭০০ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে আইএফআইসি ব্যাংকের। আর ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক।
বর্তমানে ১৭টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পূবালি ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহজালাল ব্যাংক।
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/আরএ
One thought on “তালিকাভুক্ত ব্যাংকগুলোর প্রথমার্ধে ১০৪১ কোটি টাকার মুনাফা বেড়েছে”