বিনোদন ডেস্ক : সফল শিশুশিল্পী থেকে নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তবে দীঘির নায়িকা-ক্যারিয়ার খুব একটা সুখকর নয়। মুক্তিপ্রাপ্ত তাঁর দুই সিনেমা আলোচনায়ই আসেনি। সেই দীঘি এবার নাম লিখিয়েছেন মিউজিক ভিডিওতে।
‘হোটও পে নাম তেরা’ শিরোনামের একটি হিন্দি গানের মডেল হয়েছেন তিনি, যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে ফারহান খান রিওকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও প্রেম। ইভান মনোয়ারের পরিচালনায় ফিল্ম ভ্যালিতে গানটির দৃশ্য ধারণ হয়েছে।
মিউজিক ভিডিও দীঘি জানিয়েছেন, প্রথম বারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলাম। আমার জন্য এটা নতুন অভিজ্ঞতা। কাজটি করে দারুণ অভিজ্ঞতা হয়েছে।
এই গান সংশ্লিষ্টদের দাবি, মিউজিক ভিডিওটি তুমুল জনপ্রিয় প্ল্যাটফর্ম টি-সিরিজের ইউটিউব চ্যানেলে শিগগিরই মুক্তি পাবে। এ ছাড়া দেশীয় একটি ইউটিউব চ্যানেলে বাংলা ভাষায় মুক্তি পাবে গানটি।
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/এ