বিনোদন ডেস্ক : কয়েকদিন আগেই বিয়ের ঘোষণা দেন সংগীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। কিন্তু তার স্বামীকে কখনো প্রকাশ্যে আনেননি। অবশেষে নিজের স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। মহসিন মেহেদীর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন নিজের ফেসবুকে।
দেখে মনে হচ্ছে, আংটি বদল করার সময় ছবিটি তোলা হয়েছে। ছবির ক্যাপশনে ন্যান্সি লিখেছেন, আমি হাজার কথার মালা গেঁথে, চেয়ে আছি শুধু তোমারই পথে। জানি আমার কাছেই তুমি, এখনই আসছো..। তুমি তো এখন আমারই কথা ভাবছ। শেয়ার করা ছবিটি গায়িকা ট্যাগও করেছেন হবু স্বামীকে।
গানের মাধ্যমেই পরিচয় ন্যান্সি-মেহেদীর। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর বিয়ের সিদ্ধান্ত। মহসিন মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি।
এর আগে গেল ২৮ জুলাই বিচ্ছেদের খবর জানিয়েছিলেন সংগীতশিল্পী ন্যান্সি। ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সঙ্গে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।
বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/এ