ঢাকা , সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম: ভাবনা

  • পোস্ট হয়েছে : ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • 75

বিনোদন ডেস্ক : লকডাউনের সময়ে কোনো শুটিংয়ে অংশ নেননি ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে অভিনয়ের বাইরে লেখালেখি কিংবা ছবি আঁকাতেও সময় দেন এ অভিনেত্রী। তবে নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি। অভিনয় জীবনে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৩১ আগস্ট) ফেসবুকে দুটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাসে দিয়েছেন ভাবনা। যেখানে দুঃসহ দিনের বিরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

ভাবনা লেখেন, আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমার অভিনয়, কাজ, পারিপার্শ্বিকতা নিয়ে প্রতি রাতে কাঁদতাম। এই পৃথিবী আপনাকে পাথর ছুড়ে মারলে আপনি বুঝতে পারবেন ধরে রাখার কিছু নেই! একজন এতকিছু নিতে পারে! সবাই সবাইকে লাথি মারছে, ছোট করার চেষ্টা করছে, অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে। আমি অভিনয় খুব ভালোবাসি, প্রতিদিন ভালো অভিনেত্রী হতে চাই। কিন্তু আমি খুব মনমরা ছিলাম এবং প্রথমবার উপলব্ধি করলাম আমার কোনো শক্তি নেই।

এ অভিনেত্রী আরও লেখেন, এরপর সৈয়দ জামিল আহমেদের অভিনয়বিষয়ক কর্মশালায় যুক্ত হলাম। আমার জীবনের গৌরবময় ৭টি দিন কাটিয়েছি। আমি নিজেকে নতুন করে ফিরে পেয়েছি, শক্তি পেয়েছি। এখন আমি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চাই। আজ থেকে আমি আমার জীবন, কাজ নিয়ে আরও বেশি মনোযোগী হব।

সৈয়দ জামিল আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাবনা লেখেন, আমি কখনো কোনো অভিনয় স্কুল, অভিনয় কর্মশালা, কোনো থিয়েটার ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। আজ গর্বের সঙ্গে বলছি- জামিল আহমেদ আমার গুরু, আমার প্রথম অভিনয় শিক্ষক। হৃদয়ের অন্ত: স্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

বর্তমানে ভাবনা দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটক দুটির মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘হিট’, এটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। অন্যটি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’, এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হচ্ছে।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম: ভাবনা

পোস্ট হয়েছে : ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

বিনোদন ডেস্ক : লকডাউনের সময়ে কোনো শুটিংয়ে অংশ নেননি ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তবে অভিনয়ের বাইরে লেখালেখি কিংবা ছবি আঁকাতেও সময় দেন এ অভিনেত্রী। তবে নানা ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি। অভিনয় জীবনে নানা প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৩১ আগস্ট) ফেসবুকে দুটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাসে দিয়েছেন ভাবনা। যেখানে দুঃসহ দিনের বিরূপ অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

ভাবনা লেখেন, আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমার অভিনয়, কাজ, পারিপার্শ্বিকতা নিয়ে প্রতি রাতে কাঁদতাম। এই পৃথিবী আপনাকে পাথর ছুড়ে মারলে আপনি বুঝতে পারবেন ধরে রাখার কিছু নেই! একজন এতকিছু নিতে পারে! সবাই সবাইকে লাথি মারছে, ছোট করার চেষ্টা করছে, অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে। আমি অভিনয় খুব ভালোবাসি, প্রতিদিন ভালো অভিনেত্রী হতে চাই। কিন্তু আমি খুব মনমরা ছিলাম এবং প্রথমবার উপলব্ধি করলাম আমার কোনো শক্তি নেই।

এ অভিনেত্রী আরও লেখেন, এরপর সৈয়দ জামিল আহমেদের অভিনয়বিষয়ক কর্মশালায় যুক্ত হলাম। আমার জীবনের গৌরবময় ৭টি দিন কাটিয়েছি। আমি নিজেকে নতুন করে ফিরে পেয়েছি, শক্তি পেয়েছি। এখন আমি জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করতে চাই। আজ থেকে আমি আমার জীবন, কাজ নিয়ে আরও বেশি মনোযোগী হব।

সৈয়দ জামিল আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাবনা লেখেন, আমি কখনো কোনো অভিনয় স্কুল, অভিনয় কর্মশালা, কোনো থিয়েটার ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করিনি। আজ গর্বের সঙ্গে বলছি- জামিল আহমেদ আমার গুরু, আমার প্রথম অভিনয় শিক্ষক। হৃদয়ের অন্ত: স্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

বর্তমানে ভাবনা দুটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটক দুটির মধ্যে রয়েছে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘হিট’, এটি বাংলাভিশনে প্রচার হচ্ছে। অন্যটি অনিমেষ আইচের ‘এখানে কেউ থাকে না’, এটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হচ্ছে।

বিজনেস আওয়ার/৩১ আগস্ট, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: